আজ দেহ আনা হচ্ছে মালদহে, মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বজনহারাদের পাশে পশ্চিমবঙ্গ সরকার

Must read

প্রতিবেদন : নির্মাণকাজের সময় মিজোরামে ব্রিজ (Mizoram Bridge Collapse) ভেঙে মৃত বাংলার শ্রমিকদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁর বার্তা নিয়ে রাজ্যের মন্ত্রী ও প্রশাসনিক কর্তাব্যক্তিরা ব্রিজ দুর্ঘটনায় মৃত মালদহে শ্রমিকদের বাড়ি যান। বলেন, রাজ্য সরকার আপনাদের পাশে আছে। আজ, শুক্রবার শ্রমিকদের দেহ বাংলায় ফিরছে। সড়কপথে পরিবারগুলির কাছে পৌঁছবে। বৃহস্পতিবার মালদহের রতুয়া ২ নম্বর ব্লকের পুখুরিয়া চৌদুয়া কোকলামারি ও সাট্টারি এলাকায় মৃত শ্রমিকদের বাড়িতে যান রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন, বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি আবদুর রহিম বক্সি, চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলাশাসক নীতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপকুমার যাদব প্রমুখ। মৃত শ্রমিকদের পরিবারের হাতে মুখ্যমন্ত্রীর দেওয়া ২ লক্ষ টাকা করে তুলে দেওয়া হয়। পাশাপাশি ভিন রাজ্যে কাজে যাওয়া রোধ করতে পরিবারের লোকদের আহ্বানও জানানো হয়েছে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নিয়ে ব্যবসা করার কথা বলেন মন্ত্রী সাবিনা। আবদুর রহিম বক্সি বলেন, ৬ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। তাঁদের অবিলম্বে খোঁজার চেষ্টা করতে হবে। এ-ছাড়া মৃত শ্রমিকদের পরিবারপিছু একটি চাকরি ও যথাযথ ক্ষতিপূরণের দাবি জানানো হয় কেন্দ্রীয় সরকারের কাছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মৃতদেহগুলি নিয়ে আসতে মিজোরাম সরকারের সাথে যোগাযোগ করেছে মালদহ জেলা প্রশাসন।

আরও পড়ুন-মুখপাত্রদের কার্পেট বম্বিংয়ে ছিন্নভিন্ন গদ্দার

Latest article