দূর যাত্রার বিমান সফরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার সুপারিশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (Mask- WHO)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ সংক্রান্ত বিভাগের সিনিয়র এমার্জেন্সি অফিসার ক্যাথেরিন স্মলউড জানিয়েছেন, কয়েকটি দেশে মানুষ নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি সন্ধান পাওয়া গিয়েছে করোনার নতুন একটি প্রজাতির। ওই প্রজাতিটি খুবই সংক্রামক। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুপারিশ করছে বিমানে ওঠার আগে প্রত্যেক যাত্রীর করোনা পরীক্ষা করার। রিপোর্ট নেগেটিভ হলে তবেই যেন যাত্রীদের বিমান সফরের অনুমতি দেওয়া হয়। পাশাপাশি দূরপাল্লার যাত্রীদের মাস্ক (Mask- WHO) পরিধান বাধ্যতামূলক করার সুপারিশ করা হচ্ছে। বিশেষ করে সেই সব বিমানযাত্রীদের আরও বেশি সতর্ক থাকতে হবে যাঁরা করোনা সংক্রমিত দেশ থেকে অন্যত্র যাচ্ছেন বা যাঁদের গন্তব্য করোনা সংক্রমিত কোনও দেশ।
আরও পড়ুন-শেষ ১২ দিনে ৫.৪ সেন্টিমিটার বসে গিয়েছে জোশীমঠ : ইসরো