শেষ ম্যাচে অনিশ্চিত কোচ

উইকেটের প্রশংসা করে গেলেন দ্রাবিড়

Must read

প্রতিবেদন : দলের সঙ্গে শুক্রবার দুপুরে তিনি কলকাতা থেকে তিরুবনন্তপুরমে গেলেন না। সূত্রের খবর, ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Coach Rahul Dravid) স্বাস্থ্য পরীক্ষা করাতে ইডেন ম্যাচের পর ভোর রাতেই বেঙ্গালুরু যান। ম্যাচের আগের দিন রাতে উচ্চ রক্তচাপের কারণে হঠাৎ শারীরিক অস্বস্তি বোধ করেন বিরাট কোহলিদের হেড স্যর। সেদিনই ছিল দ্রাবিড়ের ৫০তম জন্মদিন। বেঙ্গালুরুতে ব্যক্তিগত চিকিৎসককে দেখিয়ে কিছু শারীরিক পরীক্ষা করে শনিবার তিরুবনন্তপুরমে দলের সঙ্গে যোগ দিতে পারেন। রবিবার সেখানেই শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে। তবে শহর ছাড়ার আগে ইডেনের উইকেটের উচ্ছ্বসিত প্রশংসা করে গেলেন ভারতীয় দলের কোচ।

আরও পড়ুন-শেষ ১২ দিনে ৫.৪ সেন্টিমিটার বসে গিয়েছে জোশীমঠ : ইসরো

বৃহস্পতিবার রোহিত শর্মাদের ম্যাচ ও সিরিজ জয়ের পর ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন দ্রাবিড় (Coach Rahul Dravid)। ওয়ান ডে ক্রিকেটে যে এমনই উইকেট দরকার সেটাই কিউরেটরকে বলে যান রোহিতদের কোচ। সুজন বলেন, ‘‘সকলেই দেখেছে, কতটা প্রতিদ্বন্দ্বিতা ছিল ম্যাচে। বোলার, ব্যাটার সবার জন্য কিছু ছিল। সেটাই আমাকে বলেছে দ্রাবিড়।’’
ঠিক কী বলেছেন দ্রাবিড়? সুজনের কথায়, ‘‘কোচ আমাকে বলছিল, এখন ইডেনের উইকেট খুব স্পোর্টিং হয়। ওয়ান ডে ম্যাচ মানেই রানের উৎসব হবে, এটা ঠিক নয়। বোলার, ব্যাটার সবার জন্যই কিছু ছিল এই পিচে। দেশে এই ধরনের উইকেটই দরকার।’’ তিরুবনন্তপুরমে রবিবার শ্রীলঙ্কাকে শেষ ওয়ান ডে’তে হারিয়ে সিরিজ হোয়াইটওয়াশের লক্ষ্যে নামবে ভারত।

Latest article