সস্ত্রীক আমলা পোষ্য নিয়ে ঘু​রবেন, তাই স্টেডিয়ামে অনুশীলন বন্ধ!

ত্যাগরাজ স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করেন যাঁরা, সেই সব অ্যাথলিট ও কোচের অভিযোগের তির দিল্লির প্রিন্সিপাল সেক্রেটারি (রাজস্ব) সঞ্জীব খিরওয়ালের দিকে।

Must read

নয়াদিল্লি : দূরদর্শী মহাকবি সুকুমার রায় লিখেছিলেন, শিব ঠাকুরের আপন দেশে, আইনকানুন সর্বনেশে। মোদির ভারতে তাঁর সেই কথা যে কতটা অব্যর্থ, তা প্রতিদিন মালুম পাচ্ছে মানুষ। এক উঁচুমাপের আমলা তাঁর পোষ্য সারমেয়কে নিয়ে সান্ধ্যভ্রমণে আসবেন, তাই অ্যাথলিটদের প্র্যাকটিস বন্ধ করে স্টেডিয়াম থেকে বেরিয়ে যেতে হবে! প্রভাবশালীর দম্ভ আর ক্ষমতার অপব্যবহারের এমনই নজির গড়েছেন রাজধানী দিল্লির এক আইএএস অফিসার।

আরও পড়ুন-যৌনব্যবসাকে পেশার স্বীকৃতি, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের

ত্যাগরাজ স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করেন যাঁরা, সেই সব অ্যাথলিট ও কোচের অভিযোগের তির দিল্লির প্রিন্সিপাল সেক্রেটারি (রাজস্ব) সঞ্জীব খিরওয়ালের দিকে। তাঁদের দাবি, উটকো কারণে তাঁদের অনুশীলন বাধাপ্রাপ্ত হচ্ছে। ওই আমলা আসার আগেই সন্ধ্যা সাতটা নাগাদ স্টেডিয়াম খালি করিয়ে দেওয়া হয়। আগে রাত সাড়ে আটটা পর্যন্ত স্টেডিয়ামে অনুশীলন চলত। কিন্তু এখন আমলার আর তাঁর পোষ্যের বেড়ানোর উৎপাতে সে পাট চুকে গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কোচ বলেছেন, আগে আমরা এখানে খেলোয়াড়দের রাত সাড়ে ৮টা পর্যন্ত ফ্লাডলাইট জ্বালিয়ে প্রশিক্ষণ দিতাম। কিন্তু এখন সন্ধ্যা সাতটার মধ্যে স্টেডিয়াম খালি করতে বলা হয়েছে। যার জেরে অ্যাথলিটদের রুটিন এবং প্রশিক্ষণ ব্যাহত হচ্ছে। যাঁর শখ মেটাতে এমন অবিচার, সেই আইএএস অফিসারের অবশ্য দাবি, অভিযোগ মিথ্যা। তবে তিনি স্বীকার করেছেন যে তিনি মাঝেমধ্যেই সস্ত্রীক তাঁর পোষ্যটিকে নিয়ে স্টেডিয়ামে সান্ধ্যভ্রমণে যান।

Latest article