সংবাদদাতা, শিলিগুড়ি: ত্রিশঙ্কু তিন গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের। নির্দলের জয়ীরাও তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চাইছেন। এই মর্মে তাঁরা যোগাযোগও করেন দলের সঙ্গে। এই বিষয়ে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী (সমতল) পাপিয়া ঘোষ বলেন, ‘‘যে তিনটি গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়েছে সেগুলোতেও তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করবে। নির্দল জয়ীরা তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্য ইচ্ছা প্রকাশ করেছে।’’
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর হাত ধরে পাহাড়ে আরও উন্নয়ন
বুধবার শিলিগুড়ি মহকুমা পরিষদ পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় ২২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৯টি গ্রাম পঞ্চায়েত দখল করেছে তৃণমূল কংগ্রেস এবং তিনটি গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়েছে। ফাঁসিরাবাদ ব্লকের জ্বালাস নিজাম তারা গ্রাম পঞ্চায়েত ও চটহার্ট গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়। এ-ছাড়াও মাটিগাড়া ব্লকের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়েছে। সবগুলোতেই একটি করে আসন কম থাকার কারণে তৃণমূল গ্রাম পঞ্চায়েতগুলি দখল করতে পারেনি। তবে ফল প্রকাশের পর এই নির্দল প্রার্থীরা ব্লকের তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ করে তৃণমূল কংগ্রেসে যোগদানের ইচ্ছে প্রকাশ করেন। তাঁরা যোগদান করলে তিনটি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে আসবে।
আরও পড়ুন-বাঁধ ভাঙতেই মেরামতি শুরু করল সেচ দফতর
বৃহস্পতিবার দার্জিলিং জেলা তৃণমূল কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলক চক্রবর্তী। ছিলেন প্রতুল চক্রবর্তী ও দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কুন্তল রায়। ডেপুটি মেয়র বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কথা দিয়েছিলাম ঐক্যবদ্ধভাবে কাজ করে মহকুমা পরিষদ তাঁর হাতে তুলে দেব। এই কথা রাখতে আমাদের সাহায্য করেছেন মানুষ।’’