আগামী বছর ২০২৩-এর ১-৩ ফেব্রুয়ারি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

করোনার জেরে বন্ধ ছিল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। অবশেষে দুবছর বাদে ২০২২-এ দুদিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হল

Must read

করোনার জেরে বন্ধ ছিল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। অবশেষে দুবছর বাদে ২০২২-এ দুদিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হল এবং সেটা যে অত্যন্ত সফল জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। দেশ-বিদেশের তাবড় শিল্পপতি থেকে শুরু করে শিল্পগোষ্ঠী, প্রতিনিধিরা যোগ দেন এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে। বিপুল বিনিয়োগের প্রস্তাব এসেছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন এর দ্বিতীয় তথা শেষদিনে শিল্পপতি ও বাণিকসভাগুলিকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি ঘোষণা করেন আগামী বছরের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন এর দিন। ২০২৩-এর ১-৩ ফেব্রুয়ারি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হবে।

আরও পড়ুন-‘বিজেপি বাংলায় রাজনীতি করার যোগ্য নয়’, স্পষ্ট জানালেন কুণাল ঘোষ

মুখ্যমন্ত্রী বলেন, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শিল্পমহলের একটি উৎসব। দুদিন এক সঙ্গে থাকা, খাওয়া, আলোচনা, মতের বিনিময় এক সুস্থ পরিবেশের বার্তা দেয়। প্রথমের পরে দ্বিতীয়দিনও মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা বুলডোজ করতে চাই না। আমরা মানুষে মানুষে বিভেদ চাই না। আমি চাই সবাই এক সঙ্গে থাকুক।’’ মমতা বলেন, এখন শিল্প লক্ষ্য। ১০ বছরে এমন জায়গায় পৌঁছে যেতে চায় বাংলা, যেখানে অন্য রাজ্যগুলি ছুঁতেও না পারে।

Latest article