পৌষসংক্রান্তিতে শুরু পৃথিবীর উচ্চতম কালীর পুজো ও মেলা

আনুমানিক এক মাস সময় লেগেছে ৫২ হাত উচ্চতার এই মূর্তি গড়তে। দিনরাত এক করে মূর্তি তৈরিতে যুক্ত ছিলেন ৯ মৃৎশল্পী

Must read

সংবাদদাতা, নদিয়া : রাস উৎসবের পীঠস্থান শ্রীধাম শান্তিপুরের কাছেই মহাপ্রভু তাঁর লীলাযাত্রায় যে ঘাট দিয়ে গঙ্গা পার হন সেই নৃসিংহপুর কালনা ঘাটে ৪৭ বছর ধরে পৌষসংক্রান্তিতে হয় পৃথিবীর উচ্চতম কালীর আরাধনা। ৫২ হাত কালীপ্রতিমার পুজো উপলক্ষে বসে ১০ দিনের ইন্দিরা গান্ধী গ্রামীণ মেলা। মেলার সঙ্গে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালা। আয়োজক আমরা সকলের বক্তব্য, করোনা পরবর্তী সময়ে দু’বছর সেভাবে পুজো করা যায়নি। তবে এবার ফের মহাসমারোহে পুজোর আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন-কেন্দ্র নির্ভরশীলতা কাটিয়ে ওঠার ঘোষণা মুখ্যমন্ত্রীর, গরিবদের বিনামূল্যে রেশন দেবে রাজ্যই

এবারেও মকরসংক্রান্তির পুণ্য লগ্নে হয় পূজার্চনা। দেবী এখানে ডাকের সাজে সুসজ্জিত। আনুমানিক এক মাস সময় লেগেছে ৫২ হাত উচ্চতার এই মূর্তি গড়তে। দিনরাত এক করে মূর্তি তৈরিতে যুক্ত ছিলেন ৯ মৃৎশল্পী। দমকলের সাহায্যে জল দিয়ে ধুয়ে এই সুবিশাল প্রতিমার নিরঞ্জন প্রথা চলে আসছে ৪৭ বছর ধরেই।

Latest article