প্রতিবেদন: বিশ্ব জুড়ে বাড়ছে হেপাটাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যুসংখ্যা। প্রাণঘাতী হয়ে উঠছে এই মারণ রোগ। সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০২৪ সালের হেপাটাইটিস রিপোর্ট প্রকাশ করে হু জানিয়েছে, এই রোগে আক্রান্ত হয়ে প্রতিবছর ১৩ লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে। যা যক্ষ্মায় মৃত্যুর সমান। রিপোর্ট অনুযায়ী, দৈনিক সাড়ে তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে হেপাটাইটিসে।
আরও পড়ুন-তেলেঙ্গানার ১০৬ জন আধিকারিক সাসপেন্ড, নির্বাচন কমিশনের পদক্ষেপে রাজনৈতিক বৈষম্য
এই অসুখ হয়ে উঠেছে পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে সংক্রামক রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, ১৮৭টি দেশের রিপোর্ট অনুসারে ২০১৯ সালে হেপাটাইটিসে আক্রান্ত হয়ে যেখানে মৃত্যু হয়েছিল ১১ লক্ষ মানুষের, সেখানে ২০২২ সালে প্রাণ হারিয়েছেন ১৩ লক্ষ মানুষ। এর মধ্যে ৮৩ শতাংশ মৃত্যুর কারণ হল হেপাটাইটিস বি। ১৭ শতাংশ মানুষের মৃত্যু হয়েছে হেপাটাইটিস সি-র কারণে। অন্যদিকে পরিসংখ্যান অনুযায়ী, দুই তৃতীয়াংশ মৃত্যুই হয়েছে বাংলাদেশ, চিন, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপিন্স, রাশিয়া ও ভিয়েতনামে। ২০২২ সালে হেপাটাইটিস বি-তে আক্রান্ত হন ২৫ কোটিরও বেশি মানুষ। হেপাটাইটিস সি-র ক্ষেত্রে সংখ্যাটা ছিল ৫ কোটি। সংক্রামকদের মধ্যে অর্ধেকই ৩০ থেকে ৫৪ বছর বয়সি। আক্রান্তদের মধ্যে ১২ শতাংশ নাবালক এবং ৫৮ শতাংশই পুরুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র কর্তা ড. টেড্রোস অ্যাডানাম ঘেব্রিইসাস জানিয়েছেন, হেপাটাইটিসের সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে বিশ্ব জুড়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুব কম সংখ্যক মানুষেরই হেপাটাইটিস ধরা পড়ে এবং চিকিৎসা করা সম্ভব হয়। এই পরিস্থিতিতে হেপাটাইটিসের প্রকোপ থেকে বাঁচতে সব দেশের দিকে সাহায্য ও পরামর্শের হাত বাড়িয়ে দেবে হু।