প্রতিবেদন : রাজ্যপালের পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে সোমবার রাতেই কড়া চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের পর এসএসকেএম হাসপাতালে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সরাসরি বিজেপিকে কাঠগড়ায় তুলে বললেন, বাংলাকে ঘিরে ওরা রাজনৈতিক চক্রান্ত করছে। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করছে। বাংলাকে অপমান করা হচ্ছে। অসম্মান করা হচ্ছে। বাংলার মাটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। বাংলার মানুষের ঐতিহ্যের সঙ্গে রাজনীতি করা হচ্ছে। আমি ধিক্কার জানাই এই ঘটনাকে।
আরও পড়ুন-সোমবার রাতে কিয়েভে ড্রোন হামলা রাশিয়ার, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
মুখ্যমন্ত্রী এদিন কাঠগড়ায় তোলেন বিজেপি এবং রাজভবনকে। তাঁর প্রশ্ন, কেন্দ্র কী করে জানবে বাংলার ঐতিহ্যের কথা? বাংলার নামে ওদের আপত্তি আর তার প্রতিষ্ঠাদিবস পালন করতে লজ্জাবোধ হয় না! রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এই ঘটনা ঘটেনি। বিজেপি কলঙ্কিত করছে বাংলাকে। কংগ্রেস কিংবা বাম আমলেও এসব ঘটনা ঘটেনি। রাজ্যপাল আসলে যথার্থই পদ্মপাল হয়ে গিয়েছেন। যদি প্রতিষ্ঠাদিবসই পালন করতে হয় তাহলে মহারাষ্ট্রে যান। রাজ্য সরকার জানবে না, বিধানসভা জানবে না, রাজ্যপাল এসব অনৈতিক কাজ করে যাবেন, তা হয় না।
আরও পড়ুন-একই সঙ্গে চালু হল রিউম্যাটোলজির ডে-কেয়ার পরিষেবা, এসএসকেএম-এ স্ট্রোকের বহির্বিভাগ চালু
মঙ্গলবার ইসকনের রথযাত্রার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, রথযাত্রা দর্শন করতে রাজ্যের মানুষকে আর পুরী যেতে হবে না। সব ঠিক থাকলে আগামী বছর দিঘাতেই রথযাত্রা করবে রাজ্য সরকার। রাজ্য যে জগন্নাথ মন্দির নির্মাণের কাজ দিঘায় শুরু করেছে, তা প্রায় শেষের পথে। ফলে সুখবর আশা করা যায়। এদিন ইসকনের মন্দিরে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী ওড়িশায় রেল দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন। সেখান থেকে এসএসকেএম যান এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন।