মুম্বই, ১৪ মার্চ : আইপিএলের প্রথম সপ্তাহে এক ঝাঁক বিদেশি তারকাকে পাবে না ফ্র্যাঞ্চাইজিগুলো। জানা গিয়েছে, দশটি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে ২৬ জন ক্রিকেটারকে টুর্নামেন্টের শুরুর দিকে পাওয়া যাবে না। ফলে ফ্র্যাঞ্চাইজিরা শুরুতে সমস্যায় পড়তে পারে।
আরও পড়ুন-জাদেজা কখনও চাপে থাকে না : কপিলদেব
তিনটি দ্বিপাক্ষিক সিরিজের সঙ্গে আইপিএল সূচির সংঘাত হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যে সিরিজ, পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ এবং দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ সিরিজই সংঘাতের কারণ। চেন্নাই সুপার কিংস যেমন দক্ষিণ আফ্রিকার ডোয়েন প্রিটোরিয়াসকে পাবে না শুরুর দিকে। কলকাতা নাইট রাইডার্স প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চকে শুরুতে পাবে না। সানরাইজার্স হায়দরাবাদ পাবে না মার্কো জেনসেন, সিন অ্যাবট এবং এইডেন মার্করামকে।
আরও পড়ুন-শিক্ষকদের নিরাপত্তা নিয়ে এবার কেন্দ্রের দিকে সংসদে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
একই কারণে দিল্লি ক্যাপিটালস পাবে না ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক, মুস্তাফিজুর রহমান, লুঙ্গি এনগিডিকে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যেমন পাবে না গ্লেন ম্যাক্সওয়েল, জেসন বেহরেনডর্ফ, জোশ হ্যাজলউডকে। একইভাবে পাঞ্জাব কিংস পাবে না জনি বেয়ারস্টো, কাগিসো রাবাডা, নাথান এলিসকে। লখনউ সুপার জায়ান্টস শুরুতে পাবে না মার্কাস স্টয়নিস, জেসন হোল্ডার, কুইন্টন ডি’ককদের। তবে দক্ষিণ আফ্রিকার ৬-৮ জন ক্রিকেটারকে যাতে ১৫ এপ্রিলের মধ্যে আইপিএলের জন্য পাওয়া যায় তার চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে বিসিসিআই।