পিচ নিয়ে রাজাকে একহাত আক্রমের

আক্রম যখন এই অভিযোগ করেন, তখনও পাকিস্তান প্রথম ইনিংসে চরম বিপর্যয়ের মুখে পড়েনি। শেষপর্যন্ত তারা করে ১৪৮ রান।

Must read

করাচি, ১৪ মার্চ : রাওয়ালপিন্ডির পর করাচি। পিচ নিয়ে নতুন করে তোপের মুখে পড়েছেন রামিজ রাজা। তবে এবার আক্রমণ এসেছে ঘরের মধ্যে থেকেই। করাচির পিচ নিয়ে রামিজকে একহাত নিয়েছেন প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম। ছাড়েননি আর এক প্রাক্তন সলমন বাটও। পিসিবি চেয়ারম্যান রাজা অবশ্য অভিযোগ মেনে নিয়েছেন। তিনি বলেন, পাকিস্তানের সব পিচ নতুন করে বানানো দরকার। মার্চ-এপ্রিলে ক্রিকেট মরশুম শেষ হলেই কাজে হাত দেবেন। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে এমন নিষ্প্রাণ পিচ হয়েছিল যে আইসিসি পর্যন্ত তাদের অসন্তোষ প্রকাশ করেছিল।

আরও পড়ুন-শুরুতে নেই ২৬ বিদেশি তারকা আইপিএল ২০২২

কিন্তু ছবিটা বদলায়নি করাচিতেও। যেখানে ১৮৯ ওভার ব্যাট করার পর অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয় ৫৫৬-৯ তুলে। এরপর পাকিস্তান ইনিংস শুরু করে মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ের সামনে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়লেও তাতে আক্রম-বাটদের ক্ষোভ প্রশমিত হয়নি। আক্রম বলেছেন, ‘‘এই দুই টেস্টে আমি চেষ্টা করেছি খেলা দেখার। কিন্তু পারিনি। ম্যাচের দ্বিতীয় বল থেকেই আমার মনে হয়েছিল এই ম্যাচ ড্র হতে যাচ্ছে। যখন ওয়েস্ট ইন্ডিজ এখানে আসত, তখন এরকম পিচ হত।”

আক্রম যখন এই অভিযোগ করেন, তখনও পাকিস্তান প্রথম ইনিংসে চরম বিপর্যয়ের মুখে পড়েনি। শেষপর্যন্ত তারা করে ১৪৮ রান। এর পর অস্ট্রেলিয়া ৮১-১ করেছে। রাজা বলেছেন, তিনি দায়িত্ব নেওয়ার সময় পিচ বানানো হয়ে গিয়েছিল। এবার মরশুম শেষ হলে নতুন করে পিচ প্রস্তুত করবেন।

Latest article