আসন নেই, প্রার্থী আছে, অসমের তালিকায় অজস্র ভুল, বিপাকে বিজেপি

গতকাল প্রার্থী তালিকা প্রকাশ্যে এনেছে বিজেপি (BJP)। শুধু তাই নয়, অসমের ১৪টি লোকসভা আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি।

Must read

গতকাল প্রার্থী তালিকা প্রকাশ্যে এনেছে বিজেপি (BJP)। শুধু তাই নয়, অসমের ১৪টি লোকসভা আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। কিন্তু তাতে প্রচুর ভুল। আসনের কোনও অস্তিত্ব নেই, সেই আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে । বিজেপির প্রার্থীতালিকায় তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত নয় এমন আসনকে সংরক্ষিত বলা হয়। আবার তফসিলি জাতিদের সংরক্ষিত আসনকে সাধারণ আসন বলে চালানো হয়।

আরও পড়ুন-আসানসোল থেকে লড়তে অস্বীকার করলেন পবন সিং, বাংলার জোর, সরব অভিষেক

স্বাভাবিকভাবেই একপ্রকার অসন্তোষের মুখে পড়ে কেন্দ্রের শাসক দল। অসমে বিজেপি ক্ষমতায় আছে আর নিজের নামের ক্ষেত্রে এরকম ভুল করায় বিষয়টি নিয়ে বিতর্ক এই মুহূর্তে তুঙ্গে। আপাতত অসমের প্রার্থীতালিকার ভুল সংশোধন করার কাজ করছে বিজেপি। আজ, রবিবার নতুন করে উত্তর-পূর্ব রাজ্যের প্রার্থীতালিকা প্রকাশ করা হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে প্রাথমিকভাবে বিজেপির তরফে যে প্রার্থীতালিকা ঘোষণা করা হয়েছিল,সেটা ২০১৯ সালের লোকসভা আসনের ভিত্তিতে করা হয়েছিল। অসমে এর পরে পুনর্বিন্যাস হয়েছে এবং একাধিক রদবদল হয়েছে, সেটা বিজেপির নজরে আসেনি।

আরও পড়ুন-লখিমপুর খেরিতে বিজেপির প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে নিয়ে ক্ষোভপ্রকাশ কৃষকদের

প্রসঙ্গত, শনিবার বিজেপির প্রাথমিক প্রার্থীতালিকায় করিমগঞ্জ আসনকে ‘তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত’ বলা হয়। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৩ সালের ১১ অগস্ট অসমের পুনর্বিন্যাস হয়ে করিমগঞ্জ এখন জেনারেল (সাধারণ) আসন। জেনারেল আসন থেকে ‘তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত’ আসন হয়ে যায় শিলচর। কিন্তু বিজেপি প্রাথমিক প্রার্থীতালিকায় শিলচরকে ‘জেনারেল’ হিসেবে লেখা হয়। তেজপুর বলে অসমে আর কোন আসন নেই। শোনিতপুর আসন আছে। কলিয়াবর এবং মঙ্গলদইয়ের ক্ষেত্রেও একই ভুল হয়। ২০২৩ সালের পুনর্বিন্যাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, অসমে এখন ওই দুটি আসনের অস্তিত্ব নেই। এই মুহূর্তে কাজিরাঙা এবং দারাং-উদলগিরি লোকসভা আসন হয়েছে।

 

 

 

Latest article