সংবাদদাতা, মুর্শিদাবাদ : বহরমপুরের খাগড়ায় প্রতি বছরই ধুমধাম করে বাবা ভৈরবের পুজো হচ্ছে প্রায় দেড়শো বছর ধরে। এখানকার মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে এই পুজো। বাবা ভৈরব আসলে শিব। খুবই জাঁকজমকের সঙ্গে খাড়গায় এই পুজো হয়।
আরও পড়ুন-কং-সিপিএম ছেড়ে তিন হাজার কর্মী তৃণমূলে
অসংখ্য মানুষ অংশ নেন উৎসবে। রবিবার ছিল বিসর্জনের দিন। ভৈরবতলা মন্দির থেকে বের হয়ে বিসর্জনের পথে রওনা হয় বিশাল আকৃতির বাবা ভৈরব। ফি বছরই ১৪৯ বছরের পুরাতন ভৈরব বিরাট শোভাযাত্রা নিয়ে বাদ্যযন্ত্রের বাজনায় মেতে নগর পরিক্রমায় বের হয়। শোভাযাত্রায় পা মেলান শহরবাসী। মানুষের ঢল নামে বহরমপুরের রাস্তায়। ভৈরবের উদ্দেশে বাতাসা, বিস্কুট, চকোলেট ছুঁড়ে দেন অসংখ্য মানুষ।
আরও পড়ুন-গুরু নানক বাংলাতেও এসেছিলেন
রবিবার দুপুরে এবারের মতো বিসর্জনের পথে বেরিয়েছেন খাগড়ার বাবা ভৈরব। সঙ্গে বাজনার তালে তালে নৃত্য সহযোগে চলেছেন অগুনতি ভক্ত। গোটা বহরমপুর শহর ঘুরে সন্ধ্যায় গঙ্গায় শেষ হল বিসর্জন পর্ব। স্থানীয় মানুষজন আবার এক বছর প্রতীক্ষায় থাকবেন বাবা ভৈরবপুজোর জন্য।