নয়াদিল্লি : সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে অভিযোগ করা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রামনবমীতে হওয়া বিভিন্ন দাঙ্গা নিয়ে বলতে গিয়ে দ্বিচারিতা করেছেন। পশ্চিমবঙ্গ এবং বিহারের ক্ষেত্রে তাঁর যে অবস্থান, সেই অবস্থান দেখা যায়নি বিজেপি শাসিত রাজ্যগুলোর ক্ষেত্রে। রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে দেশের ছ’টি রাজ্যে বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনা ঘটে। এরপরই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিরোধী শাসিত পশ্চিমবঙ্গ এবং বিহারে সাম্প্রদায়িক হানাহানি হয়েছে। অথচ একই ঘটনা ঘটলেও বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্র, কর্নাটক, গুজরাত এবং উত্তরপ্রদেশের ক্ষেত্রে অদ্ভুতভাবে নীরব থেকেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন-বিচারপতিদের বিরুদ্ধে করা অভিযোগ নিয়ে প্রশ্নের উত্তর এড়ালেন রিজিজু
বাংলার ক্ষেত্রে যেমন তিনি রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে নিজে ফোন করে খোঁজ নিয়েছেন, তাঁর ফোন করার পরই রাজ্যপাল এলাকা পরিদর্শনে গিয়েছেন। বিহারের ক্ষেত্রেও ঠিক তেমনি তিনি বিহারকে সতর্ক করে দেন যে দাঙ্গাবাজদের উল্টো করে ঝোলাতে হবে। কিন্তু বিজেপি শাসিত গুজরাত, উত্তরপ্রদেশ, কর্নাটক, মহারাষ্ট্রের হিংসার ঘটনা নিয়ে তিনি নীরব। বিজেপি শাসিত রাজ্যগুলির ক্ষেত্রে তাঁর এই অবস্থান আদৌ দেখা যায়নি। এই রাজ্যগুলির হিংসার ঘটনা নিয়ে তিনি নীরব থেকেছেন। কেন্দ্রীয় সরকার যে পক্ষপাতের নীতি নিয়েছে, এই মনোভাব থেকেই তা স্পষ্ট। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে কটাক্ষ করে বলা হয়েছে, আপনার জন্য যে নিয়ম সেই নিয়ম আমার জন্য নয়।