সংবাদদাতা, হাওড়া : হাওড়াকে ক্রমশ রুগ্ণ করার চক্রান্ত করছে কেন্দ্র। এর প্রতিবাদে সরব হলেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন হাওড়ার উন্নয়নমূলক কোনও কাজ নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করলে তা খারিজ করে দেওয়া হচ্ছে। একসময় যাঁরা সোনার বাংলা গড়ার কথা বলে এখানে এসে ভোট চেয়েছিলেন সেই নরেন্দ্র মোদি, অমিত শাহরাও এখন আর এই নিয়ে কোনও আগ্রহ দেখান না।
আরও পড়ুন-যাত্রা সুন্দর হয়েছে আপনাদের জন্য টেস্ট শেষে বিরাট-বার্তা
এর প্রতিবাদে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং লোকসভায় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে আগামী ১৪ মার্চ তিনি দিল্লিতে গান্ধীমূর্তির নিচে ধর্নায় বসতে পারেন বলেও জানান প্রসূন বন্দ্যোপাধ্যায়। এদিন হাওড়ায় এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ক্ষোভ উগরে দেন। আরতি কটন মিল বাঁচাতে সাঁতরাগাছিতে আন্ডারপাস তৈরি করতে তিনি একাধিকবার কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছেন। সংশ্লিষ্ট দফতরের কেন্দ্রীয় মন্ত্রী, আধিকারিকদের কাছে বারবার গিয়েও কোনও কাজ হয়নি। এমনকী কেন্দ্রীয় সরকার ২০১৯ সাল থেকে তাঁর সাংসদ উন্নয়নের টাকাও দিচ্ছে না বলে প্রসূন বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ তোলেন।
আরও পড়ুন-রোগা হতে তরল খাবার খাচ্ছিলেন ওয়ার্ন, ময়নাতদন্তে স্বাভাবিক মৃত্যুই
তিনি বলেন, হাওড়ার কোনও উন্নয়নমূলক কাজ নিয়ে কেন্দ্রের কাছে গেলে তা আটকে দেওয়া হয়। একটাও কার্যকর করা হয় না। পরিকল্পিতভাবে আমাদের বঞ্চিত করে হাওড়াকে আরও রুগ্ণ করে দেওয়ার দিকে ঠেলে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। এমনকী এই নিয়ে সংসদে আমাদের প্রশ্নও তুলতে দেওয়া হয় না। এই ব্যাপারে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সংসদে দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে গান্ধী মূর্তির নিচে প্রয়োজনে ধর্নায় বসতে চান বলেও প্রসূন এদিন জানান।