মুখ্যমন্ত্রীর স্বপ্ন সফল করবে আইএমএ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজাচ্ছেন। আইএম সেই কাজের সহযোগী হিসেবে থাকবে।

Must read

সংবাদদাতা, হাওড়া : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজাচ্ছেন। আইএম সেই কাজের সহযোগী হিসেবে থাকবে। গ্রাম বাংলার গরিব মানুষদের কাছে বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া হবে। ফের ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কলকাতা শাখার সভাপতি হয়ে একথা জানালেন বিধায়ক ডাঃ নির্মল মাজি।

আরও পড়ুন-কেন্দ্রের বঞ্চনায় কোনও উন্নয়ন হচ্ছে না হাওড়ায়

তাঁর এই জয়কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি উৎসর্গ করে ডাঃ নির্মল মাজি বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যের প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষদের বিনা পয়সায় সরকারি চিকিৎসা পরিষেবার আওতায় নিয়ে এসেছেন। আমরাও তাঁর সেই কাজে সবসময় পাশে থাকছি। আইএমএর’র পক্ষ থেকেও রাজ্যের গ্রামীণ এলাকায় আরও বেশি করে স্বাস্থ্য শিবির করে মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। আইএমএ’র পক্ষ থেকে রাজ্যের গ্রামীণ এলাকায় আরও বেশি করে ক্যাম্প করা হবে। এছাড়াও বয়স্ক মানুষদের চিকিৎসার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কোভিড আক্রান্ত রোগীদের জন্য থাকবে আইএমএ’র কলকাতা শাখার থাকবে হেল্পলাইন নম্বর। ডাঃ নির্মল মাজি জানান, ‘‘পোস্ট-কোভিড রোগীদের জন্যও আইএমএ কলকাতা শাখা বিশেষ পদক্ষেপ নেবে। প্রয়োজনে তাঁদের চেকআপ ও কাউন্সেলিং করানো হবে। কোভিড রোগীদের ভর্তি করানো ও চিকিৎসার জন্যও আমাদের বিশেষ সেল থাকছে।’’

আরও পড়ুন-যাত্রা সুন্দর হয়েছে আপনাদের জন্য টেস্ট শেষে বিরাট-বার্তা

তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা মানুষের সেবায় কাজ করে যাব। বিরোধীরা একজোট হয়ে আমাকে হারাতে চেয়েছিল। বাউন্সার নিয়ে এসে আমাদের ওপর কেউ কেউ হামলা চালানোর চেষ্টা করেছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আমাদের ওপর থাকায় আমরা ভোটে জয়ী হয়েছি। তাঁর কাছ থেকে স্বচ্ছতা, দায়বদ্ধতা ও সমাজসেবার পাঠ নিয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই আমরা মানুষের সেবায় কাজ করে যাব।’’

Latest article