দিল্লিতে প্রধানমন্ত্রী সঙ্গে দেখার করার কর্মসূচি নেই, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

২৯ এপ্রিল রাজধানী যাচ্ছেন মমতা। এবারের সফরে কি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে? তবে, এই জল্পনায় নিজেই জল ঢেলেছেন মমতা

Must read

পেট্রোপণ্যে দাম বৃদ্ধি নিয়ে বৃহস্পতিবারও কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ বৃহস্পতিবার, নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, রান্নার গ্যাসের দাম ৩০০ টাকা কমানো উচিত কেন্দ্রের। তিনি বলেন, তেল এবং গ্যাসের (Gas) দাম অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের উপর ক্রমশ চাপ বেড়েছে। গ্যাসের দাম না কমানো হলে সাধারণ মানুষের সমস্যা আরও বেড়ে যাবে।

আরও পড়ুন-যুদ্ধের জেরে ইউক্রেন থেকে আসা পড়ুয়াদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

২৯ এপ্রিল রাজধানী যাচ্ছেন মমতা। এবারের সফরে কি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে? তবে, এই জল্পনায় নিজেই জল ঢেলেছেন মমতা। জানিয়ে দিয়েছেন এবার দিল্লি সফরে বিচারপতিদের সম্মেলনে তিনি যোগ দিয়েই ফিরে আসবেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন না। মমতা বলেন, পরের দিন মে দিবস থাকায় তাঁকে ৩০ তারিখে ফিরে আসতেই হবে। মে দিবসে শ্রমিকদের শুভেচ্ছা জানাতে হবে। ২ মে বা ৩ মে ঈদ রয়েছে। বাংলায় মানুষ ৩৩ শতাংশ সংখ্যালঘু। সেদিন তাঁকে রেড রেডের নমাজ পাঠে অনুষ্ঠানেও যেতে হয়। সেদিন অক্ষয় তৃতীয়াও রয়েছে। সুতরাং এবার দিল্লির ঝটিকা সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হবে না মমতার।

আরও পড়ুন-ডায়মন্ড হারবার পুলিশ জেলার স্থায়ী কার্যালয় উদ্বোধন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

তবে, বুধবার, সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে নরেন্দ্র মোদি যে বাংলা-সহ বিরোধী শাসিত রাজ্যগুলিকে পেট্রোল-ডিজেলের উপর ভ্যাট না কমানোর জন্য নাম না করে কাঠগড়ায় তোলেন, তার বিরোধিতা এদিনও করেন মুখ্যমন্ত্রীর। তিনি বলন, রাজ্য থেকে কর বাবদ প্রচুর টাকা নিয়ে যায় কেন্দ্র। এদিকে নিজেরা দাম না কমিয়ে রাজ্যের ঘাড়ে দায় চাপায়।

Latest article