নয়াদিল্লি : বিজেপি সরকার মহিলা সুরক্ষা এবং মহিলাদের অধিকারের জন্যে মুখে বড় বড় কথা বললেও বাস্তব যে পুরো উল্টো, তা ফের প্রমাণ হল। বিজেপির এক মহিলা নেত্রী নিজের ভাষণে বুঝিয়ে দিলেন উত্তরপ্রদেশে নারী সুরক্ষা বলে আদৌ কিছু নেই। তাই মহিলাদের সাবধানে চলাফেরার পরামর্শ তাঁর। ভারতীয় জনতা পার্টির জাতীয় সহ-সভাপতি এবং উত্তরাখণ্ডের প্রাক্তন রাজ্যপাল বেবি রানি মৌর্য উত্তরপ্রদেশের বারাণসীর এক সভায় দাঁড়িয়ে ‘উপদেশ’ দেন, যত প্রয়োজনই পড়ুক না কেন অন্ধকার নামার পর তাঁরা যেন কোনও অভিযোগ জানাতে থানায় না যান। কারণ এটা তাঁদের সুরক্ষার প্রশ্ন। বিজেপি নেত্রীর কথাতেই স্পষ্ট হয়ে গিয়েছে উত্তরপ্রদেশের পরিস্থিতি ও নারী সুরক্ষার বেহাল ছবি।
বিজেপি নেত্রীর কথায়, উত্তরপ্রদেশের মহিলাদের যদি রাতে একান্তই কখনও কোনও পুলিশ স্টেশনে যেতে হয় তাহলে তাঁরা যেন পরিবারের কোনও পুরুষ সদস্য অর্থাৎ বাবা, ভাই বা স্বামীকে সঙ্গে নিয়ে যান। না হলে কী ঘটবে বলা মুশকিল! আর একথা বলে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে যোগী সরকারের পুলিশ প্রশাসনের ভাবমূর্তিকে নগ্ন করে দিয়েছেন বিজেপিরই নেত্রী।
আরও পড়ুন-পদ্মফুলকে তৃণমূলই এবার সর্ষেফুল দেখাচ্ছে : অভিষেক
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বারবার নিজের ঢাক নিজে পিটিয়ে বলেন, তাঁর শাসনকালে মহিলারা সবদিক দিয়েই সুরক্ষিত। এই মিথ্যাচারের পাশাপাশি কিছুদিন আগে যোগী প্রকাশ্যে মহিলাদের গরু-মহিষের সঙ্গে তুলনা করেছিলেন। তারপর বিজেপিরই মহিলা নেত্রীর মুখে শোনা গেল এক মারাত্মক কথা। পুলিশের কাছে অভিযোগ জানাতে মহিলাদের একা না যাওয়ার আবেদন করলেন তিনি। উত্তরপ্রদেশের মহিলারা যে সেরাজ্যের পুলিশের কাছেও সুরক্ষিত নন সেটাই প্রমাণ করে দিলেন যোগীর দলেরই নেত্রী। এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, যে রাজ্যে মহিলাদের গরু-মহিষের সঙ্গে তুলনা করা হয় সে রাজ্যে মহিলারা যে পুলিশের থেকেও অ-সুরক্ষিত থাকবেন এতে আর আশ্চর্য কী?