নবনীতা মণ্ডল, নয়াদিল্লি: তাজমহলের ভিতরে এমন কোনও গুপ্ত কক্ষ নেই যেখানে হিন্দু দেবদেবীর মূর্তি লুকিয়ে রাখা আছে৷ তৃণমূল কংগ্রেস নেতা সাকেত গোখেলের প্রশ্নের জবাবে স্পষ্ট জানিয়ে দিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া৷ তথ্য জানার অধিকার আইনে পুরাতত্ত্ব সর্বেক্ষণের বক্তব্য জানতে চেয়েছিলেন তৃণমূলের সাকেত৷ তারই জবাবে তারা জানিয়েছে, তাজমহলে কোনও মন্দিরের অস্তিত্ব ছিল না৷ মূর্তি সম্বলিত কোনও তালাবন্ধ কক্ষও নেই৷
আরও পড়ুন-চলছে মোদিতন্ত্র ! আজব জমানার হাল হকিকত
পৃথিবীর সপ্তম আশ্চর্য বলে পরিচিত অনন্য সুন্দর স্থাপত্য তাজমহলকে নিয়ে বিজেপি ও আরএসএস যে কুৎসিত সাম্প্রদায়িক রাজনীতি করার চেষ্টা করছিল তা কার্যত ভোঁতা হয়ে গেল পুরাতত্ত্ব সর্বেক্ষণের এই পর্যবেক্ষণে৷ প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বিজেপি নেতাদের দাবি, তাজমহল আসলে তেজো মহালয় বা শিবমন্দির৷ তাঁদের আরও দাবি, যমুনার তীরে যে জায়গায় তাজমহল রয়েছে তা শিবমন্দির ভেঙে তৈরি করেছেন মোঘল শাসকরা৷ অত্যুৎসাহী কিছু হিন্দুত্ববাদী সংগঠন আদালতে মামলা করে তাজমহলের একাংশ ভেঙে শিবমন্দির গড়ার দাবিও জানায়৷ এমনকী আদালতে মামলাও হয় তাজমহলের নিচে বন্ধ থাকা ২২টি ঘরের তালা খুলতে৷ যদিও কোর্টে দুরমুশ হয় বিজেপি৷ আর এবার পুরাতত্ত্ব সর্বেক্ষণ বুঝিয়ে দিল গেরুয়া শিবিরের দাবি কতটা অসাড়৷