নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি : অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের পথে শুধু কোভিড সংক্রমণের চ্যালেঞ্জই সামলাতে হয়নি যশ ধুলদের। বরং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পা দিয়েই সমস্যা শুরু হয় ভারতের। বিশ্বকাপ জয়ের প্রায় তিন সপ্তাহ পর সামনে এল রবি কুমারদের নিয়ে বিড়ম্বনার ঘটনা।
পোর্ট অফ স্পেন বিমানবন্দরেই আটকে দেওয়া হয়েছিল ভ্যাকসিন না নেওয়া ভারতীয় দলের সাতজন ক্রিকেটারকে। অভিবাসন দফতরের আধিকারিকরা জানান, ভ্যাকসিন না নেওয়া ক্রিকেটাররা যেন অবিলম্বে ভারতে ফিরে যান। ২৪ ঘণ্টারও বেশি সময় বিমানবন্দরে আটক থাকেন সাত ভারতীয় ক্রিকেটার। যাঁদের মধ্যে অন্যতম রবি কুমার ও অঙ্গরীশ রঘুবংশী। এতদিন পর এই খবর ফাঁস করেছেন ভারতীয় দলের ম্যানেজার লোবজং তেনজিং।
আরও পড়ুন-শূন্য মাঠে মাহি গড়ার স্বপ্ন দেখেন ধোনির কারিগর
সিকিমের ক্রিকেট কর্তা বলেন, ‘‘পোর্ট অফ স্পেনে আমরা পৌঁছতেই দল চার্টার্ড ফ্লাইটে গায়ানা রওনা হয়। কিন্তু সাতজন ক্রিকেটারের ভ্যাকসিন না নেওয়া থাকায় আটকে দেওয়া হয়। অভিবাসন দফতরের কর্তারা বলেন, আপনারা পরের ফ্লাইট ধরে দেশে ফিরে যান। কিন্তু পরের ফ্লাইট তিনদিন পরে থাকায় আমরা আলোচনার সুযোগ পেয়ে যাই। স্থানীয় সরকার, আইসিসি-র হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়। ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল আমাদের।’’