নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি : প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তৎকালীন ভারত অধিনায়ক বিরাট কোহলির তুমুল ইগোর লড়াই ছিল! মঙ্গলবার একটি সর্বভারতীয় টিভি চ্যানেলের স্টিং অপারেশনে ফাঁস করলেন জাতীয় নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা!
আরও পড়ুন-সুযোগ নষ্ট করে ওগবেচের গোলে হার মোহনবাগানের
২০২১ সালে টি-২০ বিশ্বকাপের পরেই কুড়ি ওভারের ক্রিকেটে নেতৃত্ব ছাড়ছেন। টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়ে দিয়েছিলেন বিরাট। যা নিয়ে কম জলঘোলা হয়নি। সেই সময় বোর্ড প্রেসিডেন্ট ঠিলেন সৌরভ। তিনি দাবি করেছিলেন, বিরাটকে নেতৃত্ব না ছাড়ার অনুরোধ করা হলেও তিনি শোনেননি। এরপর বিরাটকে একদিনের নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে বিরাট আবার পাল্টা দাবি করেন, তাঁকে নেতৃত্ব না ছাড়ার জন্য কেউ অনুরোধ করেননি। পরে দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ হারের পর বিরাট নিজেই টেস্ট নেতৃত্ব ছেড়ে দেন।
আরও পড়ুন-ইডেনে বদলার রঞ্জি ফাইনাল ঘিরে চড়ছে পারদ, একপেশে ম্যাচে আমরাই জিতব, হুঙ্কার মনোজের
এদিন গোপন ক্যামেরার সামনে চেতনকে বলতে শোনা গিয়েছে, ‘‘সৌরভ ও বিরাটের মধ্যে ইগোর সমস্যা ছিল। সৌরভ নিজে একটা সময় দেশকে নেতৃত্ব দিয়েছে। বিরাট আবার সেই সময় জাতীয় দলের নেতা ছিল। তাই অদৃশ্য একটা লড়াই ছিল দু’জনের মধ্যে।’’ চেতন আরও বলেন, ‘‘সৌরভ সত্যিই বিরাটকে নেতৃত্ব না ছাড়ার জন্য বলেছিল। সেদিনের টেলি কনফারেন্সে মোট ন’জন ছিলাম। বিরাট হয়তো সৌরভের কথা শুনতে পায়নি।’’