বারাণসী থেকে কলকাতায় ফেরার পথে বিমান বিভ্রাট নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিধানসভায় ঢোকার মুখে তিনি জানান, কোনো এয়ারটার্বুলেন্স ছিল না। কাছাকাছি অন্য বিমান এসে গিয়েছিল। তাই এই ঘটনা ঘটে। আর ১০ সেকেন্ড দেরী হলে বিমান ক্রাশ করতে পারতো। কিন্তু পাইলট ও কো পাই লটের দক্ষতায় দূর্ঘটনা ঘটেনি।
এদিন ক্ষোভের সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনা নিয়ে রিপোর্ট চাওয়া হলেও এখনো পর্যন্ত কোনো রিপোর্ট ওরা দেয়নি। এর আগেও একাধিক বার এই ঘটনা ঘটেছে। তাঁর কথায়, এখনও বুকে পিঠে ব্যাথা রয়েছে।
মুখ্যৃন্ত্রীর কথায় এটা স্পষ্ট কলকাতা এটিসি যে এয়ারটার্বুলেন্সের কথা জানিয়েছিল তা সঠিক নয়।এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) নিজে বিমান বিভ্রাট নিয়ে মুখ খোলায় এবার তা অন্য মাত্রা পেল।