প্রতিবেদন : আবাস যোজনায় রাজ্যে কোনও দুর্নীতিই হয়নি। রবিবারই চিঠি দিয়ে রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। কেন্দ্রীয় সরকারের তরফে এই ক্লিনচিট পাওয়ায় মুখ পুড়েছে বঙ্গ বিজেপি নেতাদের। সেই সঙ্গে এ রাজ্যবাসীকে বঞ্চিত করার গেরুয়া চক্রান্ত ফাঁস হয়ে গিয়েছে। ধরা পড়ে গিয়েছে বিজেপির প্রতিহিংসার রাজনীতি।
আরও পড়ুন-বিধানসভায় ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য, কৃষিপণ্যে কর ছাড় আরও দু’বছর
এরপরই বিজেপির বিরুদ্ধে মুখ খুলেছেন তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বঙ্গ বিজেপি নেতাদের নিশানা করে সোমবার কুণালের ট্যুইট, গত এক বছর ধরে বিজেপি নেতারা বলে আসছেন আবাস যোজনার টাকা নিয়ে এ রাজ্যে ব্যাপক দুর্নীতি হচ্ছে, তাই আবাসের টাকা আটকে রাখা হয়েছে। কিন্তু কেন্দ্রীয় দলের সমীক্ষায় প্রমাণিত এ রাজ্যে আবাসে কোনও দুর্নীতি নেই। এখন প্রশ্ন, রাজ্যের বিরুদ্ধে এই ভুয়ো অভিযোগের জন্য কি বিজেপি নেতারা ক্ষমা চাইবেন? অবিলম্বে আবাসের বরাদ্দ মঞ্জুর করা হবে কি? প্রশ্ন তোলেন কুণাল। এদিন একই সুরে আবাস যোজনা নিয়ে বিজেপি তথা কেন্দ্রকে নিশানা করেছেন তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, কেন্দ্রীয় দলের রিপোর্টেই পরিষ্কার কতটা স্বচ্ছতার সঙ্গে কাজ করেছে তৃণমূল কংগ্রেস সরকার।
আরও পড়ুন-ঝাড়গ্রামের বিস্তীর্ণ অঞ্চল দাপিয়ে বেড়াল নীলগাই
শশী পাঁজা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কর্মদক্ষতা প্রমাণিত হল। মন্ত্রী ইন্দ্রনীল সেন বলছেন, দুর্নীতির অভিযোগে এক বছর ধরে আবাসের বরাদ্দ টাকা আটকে রাখার পর নিজেরাই স্বীকার করলেন দুর্নীতিই হয়নি।