সংবাদদাতা, শিলিগুড়ি : ফুটবল অ্যাকাডেমি খুলতে চলেছেন ভারতীয় ফুটবল টিমের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। শিলিগুড়িতে গড়ে উঠবে এই অ্যাকাডেমি। সোমবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে বাইচুং ভুটিয়া বলেন, ‘‘ইউনাইটেড সিকিম ফুটবল অ্যাকাডেমি ও শালুগাড়া নেতৃবৃন্দ ক্লাব একসঙ্গে এই ফুটবল অ্যাকাডেমি চালাবে। ইউনাইটেড সিকিম ফুটবল অ্যাকাডেমি ও শিলিগুড়ি শালুগাড়া নেতৃবৃন্দ ক্লাবের যৌথ উদ্যোগে ফুটবল অ্যাকাডেমি করবে।
আরও পড়ুন-বাম আমলের অবৈধ নির্মাণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, দুর্নীতি দমনে পুরসভা
একটি স্কুল মাঠে ও শিবমন্দির মাটিগাড়া এলাকায় অপরটি হবে।’’ জাতীয় পর্যায়ের কোচদের দিয়ে শিলিগুড়ির ছেলে ও মেয়েদের ফুটবল খেলার প্রশিক্ষণ দেওয়া হবে বলেও এদিন বাইচুং ভুটিয়া জানিয়েছেন। তিনি আরও বলেন, উত্তরবঙ্গ থেকে ভারতীয় ফুটবল দলে তেমন ভাবে কেউ এখন আর সুযোগ পাচ্ছে না। অথচ এখানকার ছেলে ও মেয়েদের মধ্যে প্রতিভা হয়েছে। তাই তাদের প্রশিক্ষণ দিয়ে যাতে জাতীয় পর্যায়ে পৌঁছে দিতে পারি সেই উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, ‘‘আমি ফুটবল থেকে যখন অবসর নিলাম তখন ভেবেছিলাম নিজের একটা অ্যাকাডেমি করব এবং পাহাড় ও চা-বাগানের ছেলেমেয়েদের প্রশিক্ষণ দেব।’’