কালবৈশাখীতে বিপর্যস্ত দুই জেলা স্বাভাবিক করতে তৎপর প্রশাসন, মৃতদের পরিবারকে ২ লক্ষ

পরিবারের হাতে তুলে দেওয়া হয় ২ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ। খবর পেয়ে রবিবার রাতেই কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে যান।

Must read

সংবাদদাতা, কোচবিহার : কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে মৃত্যু (death) হল দু’জনের। আহত শতাধিক। মৃতরা হলেন জাহাঙ্গীর আলম (১৬) ও দেবদাস পাল(৬৯)। মৃতদের পরিবারের পাশে দাঁড়াল প্রশাসন। পরিবারের হাতে তুলে দেওয়া হয় ২ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ। খবর পেয়ে রবিবার রাতেই কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে যান।

আরও পড়ুন-শিলিগুড়িতে হবে ফুটবল অ্যাকাডেমি

দুর্গতদের হাতে তুলে দেন প্রয়োজনীয় সামগ্রী। সোমবার সকালে কোচবিহার এমজেএন মেডিক্যাল হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ৪৪ জনকে দেখতে যান জেলাশাসক পবন কাদিয়ান। উল্লেখ্য, রবিবার রাতের বিধ্বংসী ঝড়ে কোচবিহার ১ নম্বর ব্লকের অন্তর্গত ঘুঘুমারি, মোয়ামারি, টাপুরহাট ও শুকটাবাড়ি গ্রামপঞ্চায়েত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। লন্ডভন্ড হয়ে যায় একাধিক গ্রাম। দুর্যোগে ভেঙে পড়েছে বাড়ির দেওয়াল। বহু গাছ উপড়ে গিয়েছে, ভেঙে গিয়েছে বিদ্যুতের খুঁটি। এলাকায় দুর্ঘটনা এড়াতে তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

Latest article