শ্রমিক সুরক্ষায় চালু হল পোর্টাল

উপস্থিত ছিলেন শ্রম দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি বরুণ কুমার রায়, অতিরিক্ত শ্রম কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত সহ আরও অনেকে।

Must read

সংবাদদাতা, হাওড়া : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অসংগঠিত শ্রমিকদের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছেন। তারই অঙ্গ হিসেবে অংগঠিত শ্রমিকদের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের জন্য এবার রাজ্যের শ্রম দফতর অনলাইন পোর্টাল চালু করল। সোমবার এই পোর্টালের উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না। উপস্থিত ছিলেন শ্রম দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি বরুণ কুমার রায়, অতিরিক্ত শ্রম কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত সহ আরও অনেকে।

আরও পড়ুন-কালবৈশাখীতে বিপর্যস্ত দুই জেলা স্বাভাবিক করতে তৎপর প্রশাসন, মৃতদের পরিবারকে ২ লক্ষ

রাজ্যের প্রায় ১ কোটি ৩৪ লক্ষ শ্রমজীবী মানুষ এই পোর্টালের অন্তর্ভুক্ত হবেন। সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের অধীনে অনলাইন পরিষেবা ২০১৭ সালের ১৬ অক্টোবর থেকে শুরু হলেও এই সংক্রান্ত সমস্ত তথ্য সংরক্ষিত থাকত ভিন রাজ্যের একটি বেসরকারি তথ্য ভাণ্ডারে। রাজ্যের উদ্যোগে চালু হওয়া পোর্টালে ওই সমস্ত যাবতীয় তথ্য এবার স্থানান্তরিত করা হয়েছে। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের পরিষেবা পেতে চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের আধার সংযুক্তিকরণ এই পোর্টালের মাধ্যমেই করাতে পারবেন।

শ্রমমন্ত্রী বেচারাম মান্না বলেন, ‘‘এর ফলে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের সমস্ত পরিষেবা আরও সহজে পাবেন শ্রমজীবী মানুষেরা।’’ উল্লেখ্য, গত আর্থিক বছরে ৩১ মার্চ পর্যন্ত এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে ৩২ লক্ষ ৩৮ হাজার নথিভুক্ত শ্রমিককে ২১১৮ কোটি ১৯ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

Latest article