ব্রেভিস-তিলকের প্রশংসা টানা হারে চাপে আছেন, মেনে নিলেন জাহির

তাঁরা যে এখন খুব চাপে, সেটা মেনে নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ জাহির খান। মুম্বই এখনও পর্যন্ত ছ’টি ম্যাচ খেলে সবক’টিতেই হেরেছে।

Must read

মুম্বই, ১৮ এপ্রিল : তাঁরা যে এখন খুব চাপে, সেটা মেনে নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ জাহির খান। মুম্বই এখনও পর্যন্ত ছ’টি ম্যাচ খেলে সবক’টিতেই হেরেছে। ছয় ম্যাচের পর তাদের ভাঁড়ারে শূন্য পয়েন্ট। জাহির তাই এমন কথা বললেও কেউ অবাক হচ্ছেন না। ১৫তম আইপিএলে মুম্বই একমাত্র দল, যারা এখনও পয়েন্টের মুখ দেখেনি। জাহির বলেছেন, এটা একটা দলগত খেলা। তাই সবাইকে একসঙ্গে লড়তে হবে। এই পরিস্থিতি থেকে বেরোতে হলে সবাইকে একযোগে রাস্তা বের করতে হবে। আইপিএল এমন একটা খেলা যেখানে প্রত্যেকটা সেশনে চ্যালেঞ্জ আসে। চাপ আসে সর্বোচ্চ পর্যায়ের। আর এখানেই প্লেয়ারদের লড়াইয়ের তাগিদ, লড়াইয়ের সদিচ্ছা দেখাতে হয়। হারে হতাশা আসবে।

আরও পড়ুন-শ্রমিক সুরক্ষায় চালু হল পোর্টাল

কিন্তু সেটা নিয়েই এগিয়ে চলতে হবে। চলতি মরশুম নিয়ে বলতে গিয়ে মুম্বই দলের দুই তরুণ ক্রিকেটার দিওয়াল্ড ব্রেভিস ও তিলক ভার্মার প্রশংসা করেছেন ভারতীয় দলের প্রাক্তন বাঁহাতি পেসার। ‘‘দারুণ পার্টনারশিপ গড়ছে এই দুই তরুণ। বোলারদের চাপে ফেলে দিচ্ছে। ওরা সব হিসাব উল্টে দিচ্ছে। আমাদের এই তরুণদের পাশে থাকতে হবে।” জাহির অবশ্য সতর্ক করে দিয়ে বলেছেন, ‘‘সবদিন সমান যাবে না। তবে খারাপ সময় এলে তা থেকেও শিক্ষা নিয়েএগিয়ে যেতে হবে।’’ বৃহস্পতিবার পরের ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই মুখোমুখি হবে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের। চেন্নাইও আগের ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে হেরেছে। তারা জিতেছে শুধু একটি ম্যাচ।

Latest article