প্রতিবেদন : রাজ্য জুড়ে প্রবল গরমের জেরে স্কুলগুলিতে চলতি বছরের গরমের ছুটি এগিয়ে এনেছে রাজ্য প্রশাসন। কিন্তু সেখানে প্রশ্ন উঠেছে ছুটি এগিয়ে আনা হলে স্কুলে পঠন-পাঠনের সময় কমে যাবে। সেই সমস্যা মেটাতে এবার নয়া নির্দেশিকা জারি করল রাজ্য স্কুল শিক্ষা দফতর। নির্দেশিকায় জানান হয়েছে, ছুটির পর স্কুল খুললে পড়ুয়াদের জন্য অতিরিক্ত ক্লাস নিতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। এভাবেই ক্ষতিপূরণ করা হবে পড়ুয়াদের। তার জন্য স্কুলের তরফেই প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে।
আরও পড়ুন-চোট নিয়ে খেলছেন ধোনি, ফাঁস ফ্লেমিংয়ের
পাশাপাশি বৃহস্পতিবার আরও একটি বিজ্ঞপ্তি জারি করে সরকার জানিয়ে দিয়েছে গরমের ছুটি শুরু হলেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুল খোলা যাবে না। তবে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এলাকায় এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। অত্যধিক গরমের কারণে ছুটি এগিয়ে আনা হলেও স্কুল খুললে অতিরিক্ত ক্লাস করাতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। বৃহস্পতিবার আরও একটি নির্দেশিকা জারি করে এই কথা জানিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। এ ছাড়াও রাজ্য সরকারের তরফে গরমের ছুটি নিয়ে জারি করা নির্দেশ যাতে কার্যকর করা হয়। সেই মর্মে আইসিএসসি, সিবিএসসি বোর্ডের স্কুলগুলিকেও চিঠি দিয়েছে রাজ্য সরকার৷ ছাত্রছাত্রীদের স্বার্থেই বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে স্কুল বন্ধ রাখার জন্য বিদ্যালয় দফতর অনুরোধ জানিয়েছে।