সোমবার, নবান্নে (Nabanna) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান ২৭ মে নতুন দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন তিনি। কেন্দ্রকে নিশানা করে এদিন মমতা বলেন, তাঁকে সবার শেষে বলতে দেওয়া হয়। তবু, রাজ্যের বকেয়া আদায়ে তিনি দিল্লি (Delhi) যাবেন।
আরও পড়ুন-‘কিন্তু আমি বলব, এগুলি দেখে নিতে’ কালিয়াগঞ্জে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রের কাছে একাধিকবার জোরালো দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন তিনি। একই সঙ্গে নীতি আয়োগের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দোপাধ্যায়। বৈঠকে তাঁকে নিজের বক্তব্য বলার যথাযথ সময় দেওয়া হয় না বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন-‘প্রচুর ছেলেমেয়ে আমাকে ফোন করছে’, চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে নবান্ন থেকে বার্তা মুখ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের তো দাবিদাওয়া জানানোর ওই একটাই জায়গা। তাই বৈঠকে আমি যাব। কিন্তু সেই সকালে গিয়ে বসে বসে থাকতে হবে। আগে নিজেরা জ্ঞান দেবে ২ ঘণ্টা। আমাকে তো বলতে দেবে সবার শেষে। সূর্যাস্তের আগে তো আমাকে বলতে দেয় না। আমি সবার শেষে বলার সুযোগ পাই। তাও ওরা ঠিক করে দেবে কোন কোন বিষয়ে কথা বলা যাবে।’
প্রসঙ্গত এদিন তিনি কর্ণাটকে বিজেপির পরাজয় নিয়ে বলেন, ‘বিজেপির ঔদ্ধত্যের পতন হয়েছে। আমি তো সবাইকে বলেছি, বিজেপিকে ভোট দেবেন না। যেখানে রিজিওনাল পার্টি শক্তিশালী সেখানে বিজেপি কিছু করতে পারবে না। কর্ণাটকে মানুষ প্রত্যাখ্যান করেছে বিজেপিকে। এটাই তো শেষের শুরু। ২০২৪ লোকসভা ভোটের আগে একটা ইঙ্গিত। এরপর মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের নির্বাচনেও হারবে।’
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…