সংবাদদাতা, বাঁকুড়া : লোকসভা (Loksabha) যত এগিয়ে আসছে ততই প্রকট হচ্ছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। দলের সাংসদ সুভাষ সরকারের বিরুদ্ধে বিজেপির নিচুতলার কর্মীরা দফায় দফায় প্রকাশ্যে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। দলের কর্মীদের কাছেই তালাবন্দি থাকতে হয়েছিল কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রীকে। এবার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধেও পোস্টার পড়তে দেখা গেল গঙ্গাজলঘাটিতে। বিধানসভার টিকিট বিক্রির অভিযোগ তোলার পাশাপাশি তাঁর চরিত্র নিয়েও অভিযোগ করা হয়েছে এই সব পোস্টারে।
আরও পড়ুন-বিশ্বকাপের আগে মুরলীর ছবির ট্রেলর লঞ্চ
প্রসঙ্গত, ইদানীং বিজেপি সাংসদদের ঘিরে চারিদিকেই দলের কর্মীদের বিক্ষোভ চলছে। এবার সাংসদের চরিত্র নিয়েও প্রকাশ্যে প্রশ্ন উঠে গেল। চরিত্র নিয়ে প্রশ্ন তোলা পোস্টারে এলাকা ছেয়ে গিয়েছে। তবে এই পোস্টার কে বা কারা দিয়েছে তা এখনও জানা যায়নি। সাংসদের ব্যবহারে বিজেপির কর্মীরা যে ক্ষুব্ধ তা স্পষ্টতই বোঝা যাচ্ছে। যদিও বিজেপির নেতৃত্বরা এই দায় তৃণমূলের ঘাড়ে চাপিয়েছেন। তৃণমূল ব্লক সভাপতি হৃদয়মাধব দুবে বলেন, তৃণমূল কখনওই এই ধরনের কাজ করে না। এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। পঞ্চায়েতে যত ভোটে এগিয়ে আছে, ঠিক তত ভোটেই সামনের লোকসভাতেও জিতবে তৃণমূল। আমরা সংবিধানকে সামনে রেখেই রাজনীতি করি। আর লোকসভা ভোট যত এগিয়ে আসবে ওদের এই ধরনের গোষ্ঠীকোন্দল ততই বাড়তে থাকবে। আসলে ওই দলের পায়ের নিচে এখন আর একটুও মাটি নেই।