বিশ্বকাপের আগে মুরলীর ছবির ট্রেলর লঞ্চ

সঙ্গে রোহিত-বিরাটের মতো পোড়খাওয়া ক্রিকেটার। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় এটাও মনে করছেন, শুরুতে রোহিত-শুভমনের উপর অনেক কিছু নির্ভর করবে।

Must read

প্রতিবেদন : বিশ্বকাপে ভারতকে অত্যন্ত শক্তিশালী দল হিসাবেই দেখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একসঙ্গে এতজন তরুণ দলে। সঙ্গে রোহিত-বিরাটের মতো পোড়খাওয়া ক্রিকেটার। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় এটাও মনে করছেন, শুরুতে রোহিত-শুভমনের উপর অনেক কিছু নির্ভর করবে।

আরও পড়ুন-১০ কোটি ব্যয়ে বাড়ি বাড়ি পানীয় জল

বৃহস্পতিবার মুথাইয়া মুরলিধরনকে নিয়ে আত্মজীবনী-মুলক ছবি ৮০০-র ট্রেলর লঞ্চ অনুষ্ঠানে এসব কথা বলছিলেন সৌরভ। তিনি পাশে বসা মুরলিধরনকে নিয়ে বলেন, দ্রাবিড় একবার একটি ম্যাচে তাঁকে বলেছিলেন, আরে, একে তো কভার ড্রাইভ মারাই যাচ্ছে না! সৌরভ তখন দ্রাবিড়কে বলেন, আমি দেখছি ব্যাপারটা। তিনি আরও বলেন, মুরলি মানেই যেন শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় তিনি বহুবার গিয়েছেন। সর্বত্র এটাই শুনতে পেতেন, আমাদের কিন্তু মুরলি আছে।

আরও পড়ুন-বীরভূমের ১৪৬ গ্রামের ১২,৭১০ শিশু অন্তর্ভুক্ত আনন্দপাঠে, জেলা প্রশাসনের মুকুটে স্কচ পালক

ধর্মতলার পাঁচতারা হোটেলে সৌরভের পাশে বসে মুরলিধরনও বলেন, সৌরভের সঙ্গে প্রচুর ম্যাচ খেলেছি। ওর স্টেপ আউট করা ছক্কা নিয়ে বেশ চিনতায় থাকতাম। বিশ্বকাপে মুরলির সেরা তিনটি দল হল ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। চতুর্থ দল নিয়ে তিনি ইষৎ ধন্দে। বিশেষ করে শ্রীলঙ্কা নিয়ে কিছুটা দোটানায়। স্পিনার ওয়েনিন্দু হাসরাঙ্গা চোট না পেলে এত চিন্তায় থাকতেন না। তবে শ্রীলঙ্কা এমন একটা দল, যারা যখন যা খুশি করতে পারে। মনে করিয়ে দেন ৮০০ টেস্ট উইকেটের মালিক।

Latest article