১৫ লক্ষ টাকা পর্যন্ত এদিক-ওদিক হলে সেটাকে দুর্নীতি বলা যায় না। এমনটাই মনে করেন মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ জনার্দন মিশ্র। এক অনুষ্ঠানে রীতিমতো গর্ব করে এই বিজেপি সাংসদ বলেন, প্রতিদিনই আমার কাছে বহু মানুষ আসেন সরপঞ্চের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ জানাতে। কিন্তু এটা মাথায় রাখা দরকার যে, একজন সরপঞ্চ প্রার্থীকে ভোটে জিততে প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা খরচ করতে হয়। পরবর্তী ভোটের জন্য তাঁকে আরও ৭ লক্ষ টাকা মজুত রাখতে হয়।
আরও পড়ুন-ষাটোর্ধ্বদের লাগবে না কোমর্বিডিটি শংসাপত্র
ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির ধাক্কায় আরও এক লক্ষ টাকা খরচ হয়ে যায়। তাই আমি বলি, ১৫ লক্ষ টাকা পর্যন্ত দুর্নীতি হলে কেউ আমার কাছে আসবেন না। কেননা সেটাকে দুর্নীতি বলেই আমি মনে করি না৷ তবে তার বেশি অঙ্কের টাকার নয়ছয় হলে অবশ্যই আমার কাছে আসতে পারেন। বিজেপি সাংসদের এই মন্তব্যে হতবাক সবাই৷ লোকে বলছে, এই না হলে বিজেপি! দুর্নীতি সম্পর্কে মোদি–শাহর দলের প্রকৃত চিন্তাভাবনা ফাঁস করে দিয়েছেন দলেরই সাংসদ৷ যত তদন্ত শুধু বিরোধীদের বাগে আনতে৷