সংবাদদাতা, দুর্গাপুর : পাণ্ডবেশ্বর (Pandabeswar) বিধানসভা জুড়ে রাস্তাশ্রী-পথশ্রী (Pathashree-Rastashree) প্রকল্পের মাধ্যমে ৬৫ কিলোমিটার রাস্তার কাজের উদ্বোধন হল। মুখ্যমন্ত্রীর এই প্রকল্পে রাজ্য জুড়ে ১২ হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ হবে। যা এ যাবৎকালের সবচেয়ে বৃহৎ রাস্তা নির্মাণ প্রকল্প। পাণ্ডবেশ্বর বিধানসভায় মোট ৭৬টি রাস্তার কাজ শুরু হতে চলেছে। যার জন্য ব্যয়বরাদ্দ হয়েছে ৩১ কোটি টাকা। উদ্বোধনের প্রথম দিনে পাণ্ডবেশ্বরে একত্রে ২৭টি রাস্তার কাজের উদ্বোধন হল দুটি ব্লকে। উদ্বোধন করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। প্রথমে পাণ্ডবেশ্বর ব্লকের পাণ্ডবেশ্বর রেলগেট থেকে ডিএভি স্কুল পর্যন্ত ৫৮ লক্ষ টাকা ব্যয়ে ২ কিলোমিটার রাস্তা এবং দুর্গাপুর-ফরিদপুর ব্লকের নবঘনপুর গ্রামে ২৫ লক্ষ টাকা ব্যয়ে নতুন রাস্তার কাজের উদ্বোধন করেন বিধায়ক। অনুষ্ঠানে ছিলেন দুই ব্লকের দুই বিডিও মহাশ্বেতা বিশ্বাস ও দেবজিৎ দত্ত। বিধায়ক বলেন, ‘এটি একটি ঐতিহাসিক এবং যুগান্তকারী প্রকল্প। এর মাধ্যমে গোটা এলাকা জুড়ে এক মডেল পাণ্ডবেশ্বর তৈরি হবে। সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পাণ্ডবেশ্বর জুড়ে ঝাঁ-চকচকে রাস্তা তৈরি হবে।’ পাণ্ডবেশ্বরের ইতিহাসে একসঙ্গে ৬৫ কিলোমিটার রাস্তার শিলান্যাস এই প্রথম বলে জানান বিধায়ক।
আরও পড়ুন-৫৪৮ রাস্তা নির্মাণ-সংস্কারের সূচনা হল পূর্ব বর্ধমান জুড়ে