৫৪৮ রাস্তা নির্মাণ-সংস্কারের সূচনা হল পূর্ব বর্ধমান জুড়ে

Must read

সংবাদদাতা, কাটোয়া : পথ বেঁধে দেবে গ্রামের পর গ্রাম। গ্রামের সঙ্গে জুড়বে শহর। এই লক্ষ্যেই সূচনা বয়েছে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের (Pathashree-Rastashree)। গোটা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমানে এই প্রকল্পে তৈরি ও সংস্কার হবে ৫৪৮টি রাস্তা। কাটোয়ার করজগ্রাম পঞ্চায়েতের বাঁধমুড়া গ্রামে এমনই একটি রাস্তা তৈরির সূচনায় ছিলেন বিধায়ক ও জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মহকুমা শাসক অর্চনা পি ওয়াংখেড়ে, মহকুমা তথ্য আধিকারিক সুস্মিতা মুখোপাধ্যায় প্রমুখ। কালনা ১ ব্লকের বেগপুরে আরেকটি প্রকল্পের সূচনা করেন মন্ত্রী স্বপন দেবনাথ। রায়নাতে রাস্তার কাজের সূচনায় ছিলেন জেলাশাসক প্রিয়াংকা সিংলা, পুলিশ সুপার কামনাশিস সেন, সভাধিপতি শম্পা ধাড়া, সহ-সভাধিপতি দেবু টুডু (Debu Tudu) প্রমুখ। বর্ষার আগেই সব ক’টি রাস্তা তৈরি ও সংস্কার প্রক্রিয়া শেষ করাই লক্ষ্য। জেলা প্রশাসন সূত্রের খবর, জেলায় মোট ৮৬৯ কিমি রাস্তা তৈরি ও সংস্কার হবে। খরচ হবে ৩১৭ কোটি ৮৬ লক্ষ ৯১ হাজার ৭৬৮ টাকা। এর মধ্যে বর্ধমান সদর উত্তর মহকুমায় ১৭২টি রাস্তা তৈরি ও মেরামতির জন্য খরচ ধরা হয়েছে ৭৫ কোটি ২৪ লাখ টাকা। এই টাকায় ২৩০ কিমি রাস্তা হবে। বর্ধমান সদর দক্ষিণ মহকুমায় ২৭৫ কিমির রাস্তা হবে ১৪৮টি। খরচ ৯১ কোটি ১৫ লক্ষ টাকা। কালনা মহকুমায় ১১৬টি রাস্তা তৈরি ও মেরামতিতে খরচ হবে ৯১ কোটি ৯০ লক্ষ টাকা। হবে মোট ২১৬ কিমি রাস্তা। কাটোয়া মহকুমায় হবে ১১২টি রাস্তা। খরচ ৫৯ কোটি ৫৫ লক্ষ টাকা। ১৪৮ কিমি রাস্তা হবে। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘গ্রামাঞ্চলে আগে কখনও একসঙ্গে এত রাস্তা তৈরি ও সংস্কার হয়নি। যোগাযোগের এমন দিগন্ত খুলে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই মুখ্যমন্ত্রীকে।’

আরও পড়ুন- মিথ্যাচার, কুৎসা করে রাজ্যের উন্নয়ন রোখা যাবে না : সাংসদ

Latest article