দোহা: একটা জয়। আর তাতেই ম্যাজিকের মতো পাল্টে গিয়ে গোটা আর্জেন্টিনা (Argentina- Lionel Messi) শিবিরে উৎসবের আবহ। মেক্সিকোর বিরুদ্ধে জয়ের পর ড্রেসিংরুমে ফিরে সেলিব্রেশনে মেতে ওঠেন আর্জেন্টাইন ফুটবলাররা। টেবিলের উপর দাঁড়িয়ে নাচতে নাচতে গান গাইছিলেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। কোরাসে গলা মেলাচ্ছিলেন সতীর্থরা। সঙ্গে তুমুল নাচ। লিওনেল মেসিও বাদ যাননি। সতীর্থদের সঙ্গে পাল্লা দিয়ে গলা ছেড়ে গান গাইলেন। নাচলেনও। তাও আবার খালি গায়ে! সব মিলিয়ে পুরোপুরি উৎসবের পরিবেশ। এই জয়টা যে তাঁদের কাছে নতুন জীবন, সেটা মেসিদের শরীরী ভাষাই বলে দিচ্ছিল।
আরও পড়ুন-মরক্কোর কাছে হেরে চাপে বেলজিয়াম, জাপানকে হারাল কোস্টারিকা
সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত হারের পর সাংবাদিক সম্মেলনে আসেননি। তবে মেক্সিকোকে হারিয়ে ভিড়ে ঠাসা প্রেস কনফারেন্স রুমে মেসি (Argentina- Lionel Messi) যখন পা রাখলেন, তখন তাঁকে দেখে মন হচ্ছিল আত্মবিশ্বাসে ফুটছেন। আর্জেন্টাইন অধিনায়কের হুঁশিয়ারি, ‘‘আজ থেকে আর্জেন্টিনার আসল বিশ্বকাপ শুরু হল। সৌদি আরবের কাছে হারের পর জানতাম, পরের দুটো ম্যাচ জিততেই হবে। আমরা গুরুত্বপূর্ণ একটা ধাপ পেরিয়েছি। এবার পরের ধাপ। সত্যি কথা বলতে কী, আমাদের কাছে এখন প্রত্যেক ম্যাচই ফাইনাল।’’
তবে মেক্সিকোর বিরুদ্ধে প্রথমার্ধে দল যে ভাল খেলেনি, সেটা মেনে নিয়েছেন মেসি। তাঁর বক্তব্য, ‘‘বিরতির আগে আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। মেক্সিকো ওই সময় দারুণ খেলছিল। তবে দ্বিতীয়ার্ধে আমরা মাথা ঠান্ডা রেখে খেলেছি। তাতে গোলও এসেছে। পারফরম্যান্সেও উন্নতি হয়েছে।’’ মেসি আরও বলেন, ‘‘সৌদির কাছে হার একটা বড় ধাক্কা ছিল। সেদিনের হারের পিছনে অনেকগুলো কারণ ছিল। দলের অনেকেই এই প্রথমবার বিশ্বকাপ খেলছে। তবে এটা কোনও অজুহাত হতে পারে না। কঠিন সময়েও নিজেদের উপর বিশ্বাস রেখেছিলাম। আমাদের কাছে জেতা ছাড়া কোনও দ্বিতীয় বিকল্প ছিল না।’’
মেক্সিকো ম্যাচে গোল করে দিয়েগো মারাদোনাকে ছুঁয়ে ফেললেন মেসি। বিশ্বকাপে দু’জনেরই মোট গোলসংখ্যা এখন ৮। তবে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবথেকে বেশি গোল করার রেকর্ড (১০টি) এখনও গ্যাব্রিয়েল বাতিস্তুতার দখলে। এখানেই শেষ নয়, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের আসরে সর্বোচ্চ ম্যাচ খেলার নজির (২১টি) এখন যুগ্মভাবে মেসি ও মারাদোনার দখলে।
এত কিছুর পরেও অবশ্য আর্জেন্টিনার নকআউটে ওঠা নিশ্চিত নয়। শেষ ষোলোর টিকিট পেতে শেষ ম্যাচে পোল্যান্ডকে হারাতেই হবে মেসিদের। হেরে গেলে সব শেষ। ড্র করলে তাকিয়ে থাকতে হবে মেক্সিকো বনাম সৌদি ম্যাচের রেজাল্টের দিকে। দু’ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে পোল্যান্ড। সমান ম্যাচে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সৌদি। সমান ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে সবার শেষে আপাতত মেক্সিকো।