প্রতিবেদন : ইংরেজির পাশাপাশি এবার বাংলা ভাষাতেও বিদ্যুতের বিল পাবেন এ রাজ্যের গ্রাহকেরা। বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন নিগম। জানা যাচ্ছে, গ্রাহকরা এরপর থেকে ত্রৈমাসিকের মোবাইল স্পট বিলিংয়ের ক্ষেত্রে নিজেদের ইচ্ছামতো ভাষা বেছে নেওয়ার সুযোগ পাবেন। সেখানে থাকবে বাংলা ভাষার অপশনও।
আরও পড়ুন-মতুয়াদের অবহেলা, হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন ৫ বিধায়ক
এছাড়া স্পট মিটার রিডিংয়ের পর গ্রাহকদের পছন্দের ভাষাতেই বিল প্রিন্ট করা হবে। সেখানেও ইংরাজির পাশাপাশি থাকবে বাংলার অপশন। ইতিমধ্যেই এই গোটা বিষয়টি সরকারিভাবে জানানো হয়েছে ডব্লুবিএসইডিসিএল-এর পক্ষ থেকে। এই বিষয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নিগমের তরফে।তবে আপাতত এই সুবিধা কেবলমাত্র অনলাইনে যারা বিল প্রিন্ট করবেন তারাই পাবেন। অফলাইনে বিল প্রিন্টের ক্ষেত্রে এখনও ইংরজি ভাষাই ব্যবহার করা হবে বলে বলে জানানো হয়েছে ডব্লুবিএসইডিসিএল-এর পক্ষ থেকে।
আরও পড়ুন-মরশুমি সাজ মাইথনের
এই বিষয়ে ডব্লুবিএসইডিসিএল-এর শীর্ষ অধিকর্তা জানিয়েছেন, ‘অফলাইন বিলের ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহার করা হবে কিনা সেই নিয়ে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। আশা করা যায় আগামী কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারব।’