মরশুমি সাজ মাইথনের

শীতের উৎসব মরশুমের কথা মাথায় রেখে নবকলেবরে সেজেছে পশ্চিম বর্ধমানের মাইথন। দামোদর নদ ও কৃত্রিমভাবে সৃষ্ট সবুজ পাহাড়ের

Must read

অসীম চট্টোপাধ্যায়, দুর্গাপুর: শীতের উৎসব মরশুমের কথা মাথায় রেখে নবকলেবরে সেজেছে পশ্চিম বর্ধমানের মাইথন। দামোদর নদ ও কৃত্রিমভাবে সৃষ্ট সবুজ পাহাড়ের পাশাপাশি এই পর্যটন কেন্দ্রের মূল আকর্ষণ নৌবিহার। গত দু’বছর করোনার জন্য জলাধারে পর্যটক আসায় নিষেধাজ্ঞা জারি ছিল।

আরও পড়ুন-ধরাশায়ী রাম-বাম-কং জোট

করোনা বেশ কিছুটা নিয়ন্ত্রণে আসায় নতুন নতুন পরিকল্পনা শুরু হয়েছে। প্রতি বছরই মাইথন ড্যামে জেলা ও পার্শ্ববর্তী রাজ্যের কয়েক লক্ষ পর্যটক পিকনিক করতে আসেন। তাই তালতলা ঘাটটিকে ছবির মতো করে সাজানোর উদ্যোগ নেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষে। ৬ স্বনির্ভর গোষ্ঠী ৯ লক্ষ টাকা ব্যাঙ্কঋণ নিয়ে কিনেছে বড় বজরা। একত্রে ৩০ যাত্রী এটিতে চেপে জলবিহার করতে পারবেন। এ ছাড়াও নামানো হয়েছে স্পিড বোট। সম্প্রতি সেগুলির আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক বিধান উপাধ্যায়। পর্যটকরা যাতে নির্বিঘ্নে নৌবিহার করতে পারেন, সেদিকে দৃষ্টি রেখে ৮৬টি নৌকার আমূল সংস্কারও হয়েছে। বিধানবাবু বলেন, মাইথনের মূল আকর্ষণই হল নৌবিহার। পর্যটকদের যাতে কোনও অসুবিধা না হয় জেলা প্রশাসন সেদিকে সতর্ক দৃষ্টি রাখছে।

Latest article