জনসন অ্যান্ড জনসনের সিঙ্গল ডোজ COVID-19 টিকা ভারতে জরুরি ব্যবহারের জন্য অবশেষে অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য শনিবার টুইট করে এই ঘোষণা করেন। তিনি জানান, এখন ভারতে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য মোট পাঁচটি টিকার অনুমোদন থাকছে।
আরও পড়ুন-ত্রিপুরায় কুণালের পিছু নিয়ে কারা চালাচ্ছিল নজরদারি? ভিডিও পোস্ট করে জানালেন রাজ্য সাধারণ সম্পাদক
গ্লোবাল হেলথ কেয়ার কোম্পানির জনসন অ্যান্ড জনসন এই সপ্তাহের শুরুতে ভারতে তার ভ্যাকসিনের জরুরি ব্যবহারের জন্য আবেদন করে। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছিল যে, এই পদক্ষেপটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে সিঙ্গল ডোজ COVID-19 ভ্যাকসিন ভারতবাসীর কাছে এবং সমগ্র বিশ্বের কাছে নিয়ে আসার পথ সুগম হয়েছে বায়োলজিকাল ই কমার্স সাপ্লাই চেইন নেটওয়ার্কের মাধ্যমে।