লাহোর, ২৯ ডিসেম্বর : পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত হওয়ার পর নতুন পিসিবি প্রধান নাজম শেঠির সমালোচনায় সরব হয়েছিলেন রামিজ রাজা। এবার প্রাক্তন পিসিবি চেয়ারম্যানের নিশানায় ভারত। রামিজ জানিয়েছেন, পাকিস্তান এগিয়ে গিয়েছে দেখেই হিংসা হচ্ছে ভারতের। তাই ভারতীয় দলের খোলনোলচে বদলে ফেলতে উদ্যোগী হয়েছে বিসিসিআই।
আরও পড়ুন-সেরার দৌড়ে সূর্য ও স্মৃতি
রামিজের কথায়, ‘‘আমরা সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করেছি। পাকিস্তান এশিয়া কাপ ফাইনাল খেলেছে। ভারত পারেনি। আমরা টি ২০ বিশ্বকাপ ফাইনাল খেলেছি কিন্তু ওরা পারেনি। প্রচুর টাকা থাকা সত্ত্বেও ভারত আমাদের পিছনে। আমাদের দেখেই ওরা ক্রিকেট কাঠামোয় বদল আনছে। নির্বাচক কমিটি ভেঙে দিয়েছে, টি ২০ দলের অধিনায়ক বদলে দিয়েছে। আসলে পাকিস্তান এগিয়ে গিয়েছে, এটা ওদের হজম হচ্ছে না।’’
আরও পড়ুন-ভক্তদের ভিড়ে আটক মেসির গাড়ি
একইসঙ্গে রামিজ জানিয়েছেন, তিনি বাবর আজমকে সব সময় শক্তিশালী করার চেষ্টা করেছেন। বলেন, ‘‘আমি বাবরকে ক্ষমতাবান এবং শক্তিশালী করতে চেয়েছি কারণ, পাকিস্তান দলকে একজোট করার চেষ্টা করে গিয়েছি। ক্রিকেট এমন একটা খেলা যেখানে অধিনায়ক শক্তিশালী হলে ফল পাওয়া যাবে। আমার সময়ে পাকিস্তান কিন্তু সাফল্য পেয়েছে।’’