প্রতিবেদন : ফাটল আরও চওড়া হচ্ছে গেরুয়া শিবিরে। বিজেপির (BJP) গোষ্ঠীকোন্দল ফের প্রকাশ্যে। পরিস্থিতি এমনই যে ধুন্ধুমার কাণ্ড বাঁকুড়া জেলা বিজেপি কার্যালয়ে। খোদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে ঘেরাও করে টানা প্রায় দু’ঘণ্টা তালাবন্ধ করে রাখলেন বিজেপি (BJP) কর্মীরাই। শেষে পুলিশ বাহিনী এসে উদ্ধার করে মন্ত্রীকে। মঙ্গলবার সকালে বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে তালাবন্ধ করে দেওয়া হয় সাংসদকে। কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ‘দূর হঠো’ স্লোগান দিতে থাকেন বিক্ষোভরত বিজেপি কর্মীরা। তাঁদের অভিযোগ, জেলায় একনায়কতন্ত্র চালু করে দলের ক্ষতি করছেন সুভাষ সরকার। বিজেপির জেলা সভাপতি দলীয় কার্যালয়ে এলে তাঁকে ঘিরেও প্রবল বিক্ষোভ, হাতাহাতি শুরু হয়ে যায়। এদিন সকালে বাঁকুড়া জেলা সাংগঠনিক কার্যালয়ে আসেন সুভাষ সরকার। সেখানে দলীয় নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক করার কথা ছিল তাঁর। খবর ছড়িয়ে পড়তেই বেশ কিছু বিজেপি কর্মী উপস্থিত হন। তাঁরা প্ল্যাকার্ড হাতে নিয়ে সুভাষ সরকার ‘দূর হঠো’, ‘গো ব্যাক’ স্লোগান তোলেন। তাঁদের অভিযোগ, সুভাষ সরকার সাংসদ হয়েও সাংগঠনিক ক্ষেত্রে একনায়কতন্ত্র চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন- পুজোয় যাত্রীদের ভিড় সামলাতে প্রায় তিনশো নতুন বাস কিনছে রাজ্য