রাজ্যপালের স্বৈরাচারিতার প্রতিবাদে তৃণমূল

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থান বিক্ষোভ আন্দোলনে শামিল হল তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। এদিন দুপুর ১২টা থেকে রীতিমতো মাইক লাগিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেছে তৃনমূল ছাত্র পরিষদ। এই বিক্ষোভ অবস্থান চলে বিকেল ৫টা পর্যন্ত। তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শৌভিক ঝা বলেন, বিজেপির হয়ে কাজ করছেন রাজ্যপাল। তিনি সাংবিধানিক পদ পেয়ে হেনস্তা করছেন রাজ্যকে এবং উচ্চশিক্ষাকে নষ্ট করছেন। রাজ্যপাল কোনও প্রোটোকল মানছেন না বলেও এদিন সরব হন তৃণমূল ছাত্র পরিষদের নেতা-কর্মীরা। তিনি আরও বলেন, রাজ্যপাল নমিনেডেট আর এই রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রী জনতার রায় নিয়ে এসেছেন। উপাচার্য নিয়োগের প্রতিবাদ জানিয়ে এই ধরনা। রাজ্য সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলিতে কেন রাজ্যপাল হস্তক্ষেপ করবেন! কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে তো মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেন না। রাজ্যের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়েও উপাচার্য নেই। উপাচার্য না থাকায় সুষ্ঠুভাবে বিশ্ববিদ্যালয় চলছে না। আমরা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য হিসেবে মুখ্যমন্ত্রীকে চাই। রাজ্যপাল যেভাবে বিশ্ববিদ্যালয় নিয়ে হস্তক্ষেপ করছেন উপাচার্য নিয়োগে, তার প্রতিবাদেই তৃণমূল ছাত্র পরিষদ পথে নেমেছে। এই আন্দোলন চলবে।

আরও পড়ুন-এবার বিজেপির মন্ত্রীকেই তালাবন্ধ করল বিজেপি

Latest article