সংবাদদাতা, গোসাবা : বাঘের (Tiger) ডেরায় এবার কুমিরের (Crocodile) হদিশ মিলল। শুক্রবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার সোনারগাঁ গ্রামের হরসিন্ধু জানার পুকুরে ঢুকে পড়ে। এলাকার মানুষরাই দেখতে পান। পুকুরে কুমির ঢোকার খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি খবর দেওয়া হয় বন দফতরে। সন্ধ্যা নাগাদ বন দফতরের কর্মীরা পৌঁছে যায় গ্রামে। পুকুরের চারপাশে লাগানো হয় আলো। জাল দিয়ে ঘিরে ফেলা হয় পুকুরটি। বনকর্মীদের সঙ্গে হাত লাগান গ্রামের মানুষেরা। জাল পাতার পর চলে অপেক্ষা। গভীর রাতে জালবন্দি হয় কুমিরটি। কুমিরটি পূর্ণবয়স্ক বলে জানা যাচ্ছে। কুমিরটা ধরা পড়ার পর সজনেখালিতে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকরা কুমিরটির শারীরিক পরীক্ষা করেন। কুমিরটি সুস্থ বলেই জানা যাচ্ছে। কুমিরটিকে নদীতে ছেড়ে দেওয়া হবে। গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে দুর্গাদোয়ানি নদী। সেই নদী থেকে জোয়ারের সময় কুমিরটি পুকুরে ঢুকে পড়ে বলে গ্রামবাসীরা জানিয়েছেন। কিন্তু এই এলাকার নদীতে অতীতে কুমিরের দেখা মেলেনি। এই এলাকাটি রয়্যাল বেঙ্গল টাইগারের ডেরা হিসেবে চিহ্নিত। বাঘেদের (Tiger) ডেরায় কুমিরের (Crocodile) হদিশ মেলায় বন দফতরের গবেষণার বিষয় হতে চলেছে।
আরও পড়ুন:দলীয় কর্মীদের রাজনৈতিক পাঠ