রাজ্যের মুকুটে এবার আন্তর্জাতিক সংগীত উৎসব

Must read

প্রতিবেদন : আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, আন্তর্জাতিক বইমেলার পর এবার রাজ্যের মুকুটে নতুন পালক আন্তর্জাতিক সংগীত উৎসব। এবং সব থেকে আকর্ষণীয় বিষয় হল, সংগীতকে মানুষের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার জন্য খোলা আকাশের নিচে নিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডের দুই ধার ধরে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সংগীত উৎসব।

কোভিডের কারণে দুর্গাপুজো কার্নিভাল বাতিল হলেও সংস্কৃতিপ্রেমী মানুষের জন্য নিশ্চিতভাবে রাজ্যের একটি বড় উপহার। নিঃসন্দেহে চলচ্চিত্র উৎসবের মতো আন্তর্জাতিক সংগীত উৎসবও বাংলার সংগীতপ্রেমী মানুষের কাছে অন্যতম আকর্ষণীয় ইভেন্ট হতে চলেছে।

আরও পড়ুন-হাসপাতালের ফায়ার অডিট, নির্দেশ নবান্নের

এক সময় ডোভার লেন সংগীত সম্মেলন ছিল মানুষের কাছে শীতকালের বড় আকর্ষণ। সেই সংগীত সম্মেলন এখনও জারি রয়েছে। কিন্তু কোথাও যেন একটা জৌলুস হারিয়ে যাওয়ার জায়গা তৈরি হয়েছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আন্তর্জাতিক সংগীত উৎসব শুধু বাংলা নয়, ভারত ছাড়িয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হবে। ফলে আকর্ষণ চরমে পৌঁছতে বাধ্য।

আরও পড়ুন-এ মাসেই পুরভোটের নির্ঘণ্ট

শীতকালে রেড রোডের ধার ধরে রাতের কলকাতায় সংগীতানুষ্ঠান নজিরবিহীন। এই শীতেই সম্ভবত আত্মপ্রকাশ এই আন্তর্জাতিক সংগীত উৎসবের।

Latest article