স্কুলের পোশাক এবার নীল-সাদা

Must read

প্রতিবেদন : রাজ্য সরকার সরকার এবং সরকার পোষিত সব বিদ্যালয়ে পড়ুয়াদের নীল-সাদা রঙের ইউনিফর্ম (School Dress) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা দফতরের তরফে জারি করা এক নির্দেশিকায় প্রাথমিক স্তর থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়া ছাত্রদের নীল প্যান্ট এবং সাদা জামা ও ছাত্রীদের নীল-সাদা সালোয়ার কামিজ এবং শাড়ি-সহ সব ইউনিফর্মে বিশ্ব বাংলার লোগো থাকবে বলে জানানো হয়েছে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন স্কুল পড়ুয়াদের পোশাক (School Dress) এবার রাজ্যেই তৈরি হবে। সেইমতো রাজ্যের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীকে ওই পোশাক তৈরির বরাত দেয় রাজ্য সরকার। বর্তমান নিয়মে স্কুলগুলি তাদের পছন্দমতো কোনও নির্দিষ্ট ব্যক্তি বা সংস্থাকে পোশাকের বরাত দেয়। সেই পোশাকের গুণমান নিয়ে বেশ কিছু ক্ষেত্রে প্রশ্ন ওঠে। সরকারের ধার্য করা দাম এবং পড়ুয়াদের কাছে পৌঁছনো পোশাকের মধ্যে সামঞ্জস্য থাকে না বলে অভিযোগ। অনেক সময় ছেলেমেয়েদের থেকে পোশাকের দাম নেওয়ারও অভিযোগ ওঠে। এই বৈষম্য দূর করার জন্য সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতর রাজ্যের শিল্পীদের দিয়ে পোশাক তৈরি করবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতো চলতি মাসের শুরুতে মুখ্যসচিবের উপস্থিতিতে নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয় এমএসএমই দফতর পোশাকের পাশাপাশি জুতো এবং স্কুল ব্যাগও পাঠাবে। উল্লেখ্য, এই তিনটি সামগ্রী বিনামূল্যে ছাত্রছাত্রীরা পায়। এই পরিষেবায় পোশাকের রং এবং লোগো নতুন সংযোজন। স্কুল শিক্ষাদফতর জেলাশাসকদের চিঠি পাঠিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছে।

Latest article