এবার মেলায় ‘বাংলা পক্ষ’

পাশাপাশি আয়োজিত হয়েছে বাংলা ও বাঙালিকে নিয়ে একটি প্রদর্শনী। সেটাও ঘুরে দেখছেন বহু মানুষ। বাঙালির অধিকার রক্ষায় আমরা লড়াই করছি।

Must read

প্রতিবেদন : কলকাতা বইমেলায় এই প্রথম অংশগ্রহণ করেছে ‘বাংলা পক্ষ’। দ্বিতীয় দিন জমে উঠেছে তাঁদের স্টল। সংস্থার সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় জানালেন, বহু মানুষ আসছেন। সংগ্রহ করছেন আমাদের মুখপত্র ‘বাংলা পক্ষ বার্তা’ এবং বিভিন্ন বই। পাশাপাশি পাওয়া যাচ্ছে মগ, ব্যাজ, টি-শার্ট ইত্যাদি।

আরও পড়ুন-পুত্র-কন্যার দেহ আগলে মা

এর পাশাপাশি আয়োজিত হয়েছে বাংলা ও বাঙালিকে নিয়ে একটি প্রদর্শনী। সেটাও ঘুরে দেখছেন বহু মানুষ। বাঙালির অধিকার রক্ষায় আমরা লড়াই করছি। দশকের পর দশক ধরে দিল্লি আমাদের বঞ্চনা করেছে। আর নয়। এবার আমাদের ঘুরে দাঁড়ানোর সময় হয়েছে। মনে রাখবেন, একদিন সব বাঙালির হবে। সবাইকে অনুরোধ, বইমেলায় ৫২৯ নম্বর স্টলে আসুন। আমাদের সঙ্গে ভাবের আদান-প্রদান করুন।

Latest article