এবছর সাহিত্য অ্যাকাডেমি পেলেন বাংলার তিন লেখক

Must read

প্রতিবেদন : এই বছরের সাহিত্য অ্যাকাডেমি শিশু ও যুব পুরস্কার পাচ্ছেন বাংলার তিন কৃতী সাহিত্যিক! কলকাতা থেকে এক সাহিত্যিক এবং জেলা থেকে দুই লেখক এই পুরস্কার পেয়ে যাচ্ছেন। সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার (Sahitya Akademi Award) আসলে ভারতের একটি সাহিত্য সম্মান। ভারতে জাতীয় সারস্বত প্রতিষ্ঠান সাহিত্য অ্যাকাডেমি থেকে এই পুরস্কার দেওয়া হয়। ১৯৫৪ সাল থেকে ভারতের রাষ্ট্রভাষাগুলিতে রচিত অসামান্য সাহিত্যকীর্তিগুলির স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হচ্ছে। এই পুরস্কারের (Sahitya Akademi Award) অর্থমূল্য ভারতীয় মুদ্রায় ৫০ হাজার টাকা। চলতি বছরে ‘এরোপ্লেনের খাতা’ উপন্যাসের জন্য শিশু সাহিত্য পুরস্কার পাচ্ছেন কলকাতার বাসিন্দা কবি-লেখক শ্যামলকান্তি দাস। এছাড়া ‘মাঠরাখা’-র জন্য যুব পুরস্কার পেয়েছেন বাঁকুড়ার বাসিন্দা তরুণ লেখক হামিরুদ্দিন মিদ্যা। পাশাপাশি এছাড়া সাঁওতালি ভাষায় ‘দুসি’ গল্পগ্রন্থের জন্য যুব পুরস্কার পেয়ে যাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের তরুণ লেখক বাপি টুডু।

আরও পড়ুন- প্রচারে প্রার্থীদের গাড়ি ব্যবহার নিয়ে নির্দেশিকা

Latest article