যদি কোনও সরকারি আধিকারিক দুর্নীতির সঙ্গে যুক্ত হন, তাঁকেও রেয়াত করা হবে না। রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) আরও একবার শিলিগুড়ির সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জানিয়ে দিলেন। মঙ্গলবার উত্তরের জেলা সফরের শেষদিনে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে স্থানীয়দের হাতে বিভিন্ন প্রকল্প তুলে দেন মুখ্যমন্ত্রী। সভা থেকে ব্লক স্তরের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকদের একাংশের দিকে সরাসরি অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তাঁর কথায়, “আমার কাছে খবর আছে। সবাই নয়, কিন্তু কিছু কিছু BLRO দুষ্টু লোকের সঙ্গে মিলে জমি কেনাবেচায় জড়িয়ে পড়েছেন। আমি ভূমি দফতরের প্রধান সচিবকে নির্দেশ দিচ্ছি অবিলম্বে তদন্ত শুরু করে এঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। একটা রাজনৈতিক লোক ৫ টাকা চুরি করলে ১০ বার টিভিতে দেখানো হয়। কিন্তু সরকারি অফিসাররা কোনও দুর্নীতি করলে, আমি কিন্তু ছেড়ে কথা বলব না। দু’একজনের জন্য সকলের বদনাম যেন না হয়, এটা মাথায় রাখতে হবে। কারণ সবাই খারাপ নয়।“ ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতির সঙ্গে কোনও আপস নয় বলে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। যে কোনও অভিযোগের ক্ষেত্রেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী, তাঁর মন্ত্রিসভার ধৃত কয়েকজন মন্ত্রীর ক্ষেত্রেও কড়া অবস্থান নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরকারি আধিকারিকদের ক্ষেত্রেও সেই নির্দেশই দিলেন তিনি।
আরও পড়ুন- শিলিগুড়ি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উন্নয়নের ঘোষণা মুখ্যমন্ত্রীর