শিলিগুড়ি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উন্নয়নের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Must read

৮৭৭৬ স্কুল ও মাদ্রাসার প্রায় ১২ লক্ষ ২৪ হাজার ছাত্রছাত্রীকে সাইকেল প্রদান
কৃষকবন্ধু ১ কোটি ১ লক্ষ কৃষককে ২হাজার ৭৬৪ কোটি টাকা সহায়তা
৫ হাজার ৫৭০কোটি টাকা বর্তমান অর্থবর্ষে দেওয়া হয়েছে
১৭ হাজার ১২৮কোটি টাকা সরাসরি ডাইরেক্ট বেনেফিট স্কিমে দেওয়া হয়েছে
১ হাজার কৃষককে ডেথ বেনেফিট ২ লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে
১ হাজার ১৪৯ কোটি টাকার বেশি প্রকল্পের উদ্বোধন
২৮ কোটি ১২ লক্ষ টাকার প্রকল্পের শিলান্যাস
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধীন মাটিগাড়ায় ক্যান্সার কেয়ার হাসপাতাল
শিলিগুড়ি পুরসভার অধীনে জল প্রকল্পের সম্প্রসারণে ৫১১ কোটি টাকা বরাদ্দ
আন্ডারগ্রাউন্ড বিদ্যুতের তার নিয়ে যাওয়া ২১৮ কোটি টাকা বরাদ্দ
মহানন্দা-বালাসন নদীর সঙ্গমস্থলে ২২৫ কোটি টাকা ব্যয় সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট
দু-একজন বিএলআরও জমি মাফিয়ার সঙ্গে জড়িয়ে পড়েছে
তাঁদের বিরুদ্ধে তদন্ত করে কড়া ব্যবস্থা
স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে ২৪ হাজার কোটি টাকা বিনিয়োগ
চা-বাগান অধিগ্রহণ করে চা শ্রমিকদের পাট্টা দেওয়া হচ্ছে
দুটি চা-বাগান খোলার প্রস্তাব এসেছে, সেগুলি খোলার ব্যবস্থা করতে বলা হয়েছে
যে চাবাগান বন্ধ তার শ্রমিকদের দেড় হাজার টাকা মাসিক দেওয়া হচ্ছে
১২ লক্ষ আবেদন বিধবা পেনশনে, রিভিউ চলছে। রিভিউ হলে নতুন বছরে টাকা
আগে শিলিগুড়িতে জ্যাম হত
১০০ দিনের প্রকল্পে যারা কাজ করেছে কেন্দ্রীয় সরকার তাদের টাকা দেয়নি
৫০০টাকার শাড়ি কিনলে ৫০ টাকা ট্যাক্স, আর সেই ট্যাক্স যাচ্ছে কেন্দ্রের বিজেপির পকেটে
গোটা ভারতে ৪০ শতাংশ কর্মসংস্থান কমেছে। বাংলায় কর্মসংস্থান বেড়ে গিয়েছে
ইউক্রেনে যারা ডাক্তারি পড়েছিল দিল্লি সরকার বলে দিল হবে না। আমরা বললাম হবে। তারপর দিল্লি সরকার আমাদের পথ ধরলো
বস্তি শুনতে ভালো লাগে না। তাদের নাম দিয়েছি উত্তরণ।
উদ্বাস্তু কলোনির নাম হবে স্থায়ী ঠিকানা
বেঙ্গল সে ইন্ডিয়া কো লিড করেঙ্গে, সব দেশকো লিড করেঙ্গে। সবকে লিয়ে কাম করেঙ্গে

আরও পড়ুন- হাসপাতাল থেকে ফেরার পথে গণধর্ষিতা তরুণী, নারী নিরাপত্তা কোথায় যোগীরাজ্যে?

Latest article