প্রতিবেদন : হামাস-ইজরায়েল যুদ্ধ প্রায় তিন মাসের কাছাকাছি হতে চলল। জঙ্গি নিকেশের নাম করে গাজাকে প্রায় ঝাঁঝরা করে দিচ্ছে ইজরায়েলি সেনা। অসংখ্য প্রাণহানি ও ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে যুদ্ধবিরতির দাবি জোরালো হচ্ছে। ইজরায়েলি পণবন্দিদের পরিবারও যুদ্ধ থামাতে চাপ বাড়াচ্ছে নেতানিয়াহু প্রশাসনের উপর। এই পরিস্থিতিতে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে পাঁচ হাজার সেনা সরিয়ে নিতে শুরু করেছে ইজরায়েল। তবে এত সেনা সরিয়ে নিলেও নতুন বছরেও গাজায় যুদ্ধ চলবে বলে জানিয়েছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
আরও পড়ুন-দক্ষিণ কোরিয়ার বিরোধী দলনেতাকে ছুরির কো.প
আইডিএফের মুখপাত্র রিয়ার ড্যানিয়েল হাগারি বলেছেন, আমরা গাজার প্রতিটি এলাকায় যুদ্ধের পদ্ধতি এবং প্রয়োজনীয় বাহিনীর মধ্যে সমন্বয় করছি। গাজার প্রতিটি এলাকার বৈশিষ্ট্য আলাদা। প্রতিটি এলাকায় আলাদা কৌশলে অভিযান পরিচালনা করতে হয়। ২০২৪ সালেও লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চালু থাকবে। এই যুদ্ধের লক্ষ্য অর্জনে দীর্ঘদিন লড়াইয়ের প্রয়োজন হবে। আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। আইডিএফের মুখপাত্র আরও বলেন, গাজায় যুদ্ধরত ইজরায়েলি বাহিনীকে আরও অত্যাধুনিক পদ্ধতিতে পরিচালনা করা হবে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে রিজার্ভ সেনাদের প্রত্যাহার করা হবে। তাদের মধ্যে কেউ কেউ পরিবারের কাছে ফিরে যাবেন এবং সামনের সপ্তাহে কাজে যোগ দেবেন। ওয়াকিবহালমহলের মতে,গাজা থেকে ফৌজের একাংশকে সরিয়ে লেবানন সীমান্তে পাঠানো হবে। লেবাননের সশস্ত্র সংগঠন হেজবোল্লার গতিবিধি নজরে রাখতেই এই সিদ্ধান্ত।