আজ সুপারের প্রস্তুতি শুরু মোহনবাগানের

বড় চোটের কবলে থাকা দেশের অন্যতম সেরা ডিফেন্ডার আনোয়ার আলি মিনার্ভা পাঞ্জাবের অ্যাকাডেমিতে রিহ্যাব করে কলকাতায় ফিরেছেন

Must read

প্রতিবেদন : ছুটি কাটিয়ে বুধবার থেকে সুপার কাপের প্রস্তুতি শুরু করে দিচ্ছে মোহনবাগান। বিকেলে ক্লাব মাঠেই অনুশীলন রাখা হয়েছে। আইএসএলে হারের হ্যাটট্রিকের ধাক্কা কাটিয়ে ভুবনেশ্বরে কলিঙ্গ সুপার কাপে ঘুরে দাঁড়ানোর লড়াই সবুজ-মেরুনের। কেরালা ব্লাস্টার্সের কাছে হারের পর মোহনবাগানের দেশি, বিদেশি ফুটবলারদের কেউ বাড়ি ফেরেন, আবার কয়েকজন বিভিন্ন জায়গায় ছুটি কাটাতে যান। মঙ্গলবার রাতের মধ্যেই সকলের শহরে ফেরার কথা।

আরও পড়ুন-গাজা থেকে সেনা সরানো শুরু হলেও বদলার হু.মকি

বড় চোটের কবলে থাকা দেশের অন্যতম সেরা ডিফেন্ডার আনোয়ার আলি মিনার্ভা পাঞ্জাবের অ্যাকাডেমিতে রিহ্যাব করে কলকাতায় ফিরেছেন। মোহনবাগান অনুশীলনে থাকার কথা আনোয়ারের। তবে সুপার কাপে পাঞ্জাবের ডিফেন্ডারের খেলার কোনও সম্ভাবনা নেই। কলকাতায় তিনি আরও কয়েকটা দিন রিহ্যাব করে ধীরে ধীরে সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরু করবেন। তবে আনোয়ারের ম্যাচ খেলার জায়গায় আসতে আরও কিছুটা সময় লাগবে। ফেব্রুয়ারিতে আইএসএলের দ্বিতীয় পর্বে হয়তো ম্যাচ ফিট হতে পারবেন তিনি। এদিকে, ইস্টবেঙ্গল সুপার কাপের প্রস্তুতি শুরু করবে শনিবার থেকে। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোয় নতুন ফুটবলার নেওয়ার জন্য লগ্নিকারী সংস্থার সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। কিন্তু লগ্নিকারীর তরফে আলোচনার দিনক্ষণ ক্লাবকে জানানো হয়নি।

Latest article